Aishwarya-Abhishek: অভিষেক-ঐশ্বর্যর দাম্পত্যে ভাঙনের গুঞ্জন, চর্চার মাঝে ফিল্মফেয়ারের মঞ্চে কী করলেন জুনিয়র বচ্চন?

Abhishek Bachchan-Aishwarya Rai: দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য নিয়ে চর্চার মাঝে ব্যক্তিগতজীবন নিয়ে নীরব থেকেছেন অভিষেক-ঐশ্বর্য। ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়র্ডসের মঞ্চে প্রথমবার পুরস্কৃত হওয়ার পর বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে দিলেন জুনিয়র বচ্চন।

Abhishek Bachchan-Aishwarya Rai: দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য নিয়ে চর্চার মাঝে ব্যক্তিগতজীবন নিয়ে নীরব থেকেছেন অভিষেক-ঐশ্বর্য। ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়র্ডসের মঞ্চে প্রথমবার পুরস্কৃত হওয়ার পর বিচ্ছেদ গুঞ্জনে জল ঢেলে দিলেন জুনিয়র বচ্চন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বিচ্ছেদ চর্চায় জল ঢেলে...

Aishwarya-Abhishek-Filmfare: বলিউডের পাওয়ার কাপল হিসেবেই পরিচিত অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। তাঁদের বিবাহবিচ্ছেদ ঘিরে চলছে দীর্ঘ জল্পনা। যদিও সেই বিচ্ছেদচর্চায় বুড়ো আঙুল দেখিয়ে আরাধ্যার জন্মদিনে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন বচ্চন দম্পতি। যদিও তার আগে এর আগে আম্বানিদের বিয়ের পার্টিতে একসঙ্গে ছিলেন না অ্যাশ-অভিষেক, দুবাইয়ের ইভেন্টে নামের পাশ থেকে সরিয়ে দিয়েছিলেন বচ্চন পদবি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য নিয়ে চর্চার মাঝে অবশ্য ব্যক্তিগতজীবন নিয়ে নীরব থেকেছেন অভিষেক-ঐশ্বর্য। ৭০ তম ফিল্মফেয়ার অ্যাওয়র্ডসের মঞ্চে প্রথমবার পুরস্কৃত হওয়ার পর বিচ্ছেদ গুঞ্জনে পুরো জল ঢেলে দিলেন জুনিয়র বচ্চন। 

Advertisment

সমালোচকদের মুখে ছাই দিয়ে অভিষেক ফিল্মফেয়ার পুরস্কার স্ত্রী ও মেয়ে অর্থাৎ ঐশ্বর্য-আরাধ্যাকে উৎসর্গ করলেন। তাঁর এই উদ্যোগ পরিবারের প্রতি প্রেম,সম্পর্কের গাঢ় বন্ধনেরই উজ্জ্বল দৃষ্টান্ত। সুজিত সরকার পরিচালিত I Want to Talk ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবার ঝুলিতে আসে ফিল্মফেয়ার পুরস্কার। মঞ্চে দাঁড়িয়ে আবেগঘন মুহূর্তে ঐশ্বর্য ও তাঁদের একমাত্র কন্যা আরাধ্যাকে ধন্যবাদ জানান অভিষেক। তার স্বপ্নপূরণের পথে সবসময় পাশে থেকেছেন এই দু'জন মানুষ। এমনকী অনেক ত্যাগ স্বীকারও করেছেন।

আরও পড়ুন বিচ্ছেদচর্চার মাঝে অভিষেক-ঐশ্বর্যর টুইনিং, হাসি মুখে ক্যামেরায় পোজ বচ্চন দম্পতির, ভাইরাল ছবি

Advertisment

এই প্রসঙ্গে অভিষেকের সংযোজন, 'ঐশ্বর্য ও আরাধ্যাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওঁরা আমার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে। আমি আশা করি, এই পুরস্কার জেতার পর ওঁরা বুঝবে ওঁদের ত্যাগই আজ আমাকে এখানে পৌঁছাতে সাহায্য করেছে।' আবেগপ্রবণ হয়ে অভিষেক আরও বলেন, 'আমি এই পুরস্কারটি দুই বিশেষ মানুষকে উৎসর্গ করতে চাই। এই ছবিটি বাবা ও মেয়ের গল্পকে কেন্দ্র করে। আর আমি এটি উৎসর্গ করছি আমার নায়ক অর্থাৎ বাবা এবং আরেক নায়ক আমার মেয়েকে। ধন্যবাদ, এই মুহূর্তটি কতটা আবেগতাড়িত যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।'

ফিল্মি কেরিয়ারে ২৫ বছর পূর্তিতে এই পুরস্কার অভিষেকের জীবনে নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। সেই প্রসঙ্গে অভিনেতার সংযোজন, 'এই বছর আমার কেরিয়ারের ২৫ বছর পূর্ণ হল। এই পুরস্কারের জন্য বক্তৃতা কতবার  অনুশীলন করেছি তা গুনে শেষ করা যাবে না। এটি ছিল আমার দীর্ঘদিনের স্বপ্ন আর সেই জন্য আজ আমি সত্যিই  আপ্লুত ও কৃতজ্ঞ। পরিবারের সামনে এই সম্মান পাওয়াটা আমার জন্য এক বিশেষ মুহূর্ত।'

আরও পড়ুন হিরেখচিত পোশাকে গ্ল্যামারাস রাই সুন্দরী, প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বর্য, দেখুন ভিডিও

Abhishek Bachchan Aishwarya Rai Bachchan