Aishwarya Rai Bachchan: হিরেখচিত পোশাকে গ্ল্যামারাস রাই সুন্দরী, প্যারিস ফ্যাশন উইকে র‍্যাম্প মাতালেন ঐশ্বর্য, দেখুন ভিডিও

Aishwarya Rai Bachchan-Paris Fashion Week: সোমবার প্যারিস ফ্যাশন উইকে লরিয়াল প্যারিস-এর র‍্যাম্প মাতালেন রাই সুন্দরী। পরনে ছিল মণীশ মলহোত্রার হীরেখচিত কালো রঙের পোশাক। দেখুন ভিডিও।

Aishwarya Rai Bachchan-Paris Fashion Week: সোমবার প্যারিস ফ্যাশন উইকে লরিয়াল প্যারিস-এর র‍্যাম্প মাতালেন রাই সুন্দরী। পরনে ছিল মণীশ মলহোত্রার হীরেখচিত কালো রঙের পোশাক। দেখুন ভিডিও।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হিরোখচিত পোশাকে বচ্চন বধূ

Aishwarya-Manish Malhotra: লাইমলাইট থেকে নিজেকে একপ্রকার দূরেই রেখেছেন ঐশ্বর্য রাই বচ্চন। বিগত দু'বছর অভিনয় থেকে দূরে থাকলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। সোমবার প্যারিস ফ্যাশন উইকে লরিয়াল প্যারিস-এর র‍্যাম্পে হাঁটলেন রাই সুন্দরী। পরনে ছিল মণীশ মলহোত্রার হীরেখচিত কালো রঙের পোশাক। তবে শুধু র‍্যাম্পওয়াকই নয়, নেটিজেনদের নজর কেড়েছে আরও একটি বিশেষ মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার ( queer)ইনফ্লুয়েন্সার আদিত্য মদিরাজু প্যারিস ফ্যাশন উইকের ব্যাকস্টেজে প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে দেখা করেন। 

Advertisment

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, 'আমাদের হৃদয়ের রানি। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে দেখা করে আমাদের স্বপ্ন সত্যি হল। এটা অবিশ্বাস্য।' আদিত্য ঐশ্বর্যকে জানান শুধুমাত্র ঐশ্বর্যর জন্যই আজ এক ছাদের নীচে থাকছেন। এই শুনে ঐশ্বর্য বিস্ময় প্রকাশ করে বলেন, কী! 'What!' আদিত্য বলেন, 'আমাদের প্রথম ডেটে দু’ঘণ্টা শুধু আপনার কথাই বলেছিলাম। তারপর অমিত বলেছিল, আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি ঐশ্বর্যকে পছন্দ করো'। ওঁর নাম অমিত আর এ আমাদের মেয়ে ইয়ানা। এরপর মেয়ের ছবি দেখান।

Advertisment

ঐশ্বর্যা মুগ্ধ হয়ে বলেন, ' এটা তো ভগবানের আশীর্বাদ। ওহ মাই গড, ওর বয়স কত?'  উত্তরে আদিত্য বলেন, ' ওর বয়স আড়াই বছর। আপনাকে চাক্ষুস করে আমাদের স্বপ্নপূরণ হল। অভিনেত্রী, নৃত্যশিল্পী আর নারী হিসেবে সত্যিই আপনি অনন্য।' রাই সুন্দরী প্রত্যুত্তরে বলেন,  'তোমাদের মেয়েকে ভগবান আশীর্বাদ করুক। তোমাদের দু’জনকে অনেক ভালবাসা।' এরপর তিনি আদিত্যকে একটি লিপস্টিক উপহার দিয়ে বলেন, 'তোমার মেকআপে জাদু আছে। তাই এটা তোমার জন্য।' 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে, ঐশ্বর্য তাঁর ভক্তের আবদার রেখে জড়িয়ে ধরেন। হোটেলের বাইরে রাই সুন্দরীর জন্য অপেক্ষা করছিলেন। চোখের জল মুছিয়ে ভক্তকে জড়িয়ে ধরেন বচ্চন বধূ। সেই সময় মায়ের জন্য গাড়িতে অপেক্ষা করছিল আরাধ্যা বচ্চন।

একদিন আগেই ঐশ্বর্যা এক আবেগাপ্লুত ভক্তকে শান্ত করেন, যিনি হোটেলের বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। ছবি তুলতে গিয়ে ভক্তটি কেঁদে ফেলেন। ঐশ্বর্যা তাঁর চোখের জল মুছে দেন, জড়িয়ে ধরেন এবং বলেন গভীরভাবে শ্বাস নিতে ও হাসতে। সেই সময় তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন গাড়িতে ধৈর্য ধরে অপেক্ষা করছিল।

আরও পড়ুন 'তেরে নাম-এর টাইটেল ট্র্যাক শুনে কাঁদতেন আর...', ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণায় কী করতেন সলমন?

ঐশ্বর্য শুধু অনুরাগীদের সঙ্গেই নয় আন্তর্জাতিক তারকাদের সঙ্গেও খোশ মেজাজে ধরা দিয়েছেন। ব্রিটিশ অভিনেত্রী-সুপারমডেল কারা ডেলেভিন তাঁকে জড়িয়ে ধরতে দৌড়ে যান এবং ঐশ্বর্যও তাঁর সঙ্গে উষ্ণ আলিঙ্গন করেন। অন্যদিকে আবার ব্রিজারটন অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে ঐশ্বর্যর একটি ছবিও নেটভুবনে বেশ ভাইরাল। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছে মণি রত্নমের ২০২৩ সালের তামিল ঐতিহাসিক মহাকাব্য পোন্নিয়িন সেলভান ২-এ। 

আরও পড়ুন রংমিলান্তি পোশাকে 'উড বি পেরেন্টস', সুরহা-র সাধের অনুষ্ঠানে হাজির আরবাজ-মালাইকার সন্তান আরহান

Aishwarya Rai Bachchan