/indian-express-bangla/media/media_files/2025/07/10/cats-2025-07-10-14-24-34.jpg)
সত্যিই বিচ্ছেদ নাকি...
Abhishek Bose and Sharly Modak Divorce Rumour: জনপ্রিয় বাংলা মেগা 'ফুলকি'-তে একসঙ্গে অভিনয়ের সময়ই পরস্পরের কাছাকাছি আসেন। চলতি বছরের এপ্রিলে একপ্রকার চুপিসারে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েন অভিষেক বোস ও শার্লি মোদক। পরিবারের সদস্য, কাছের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেন সেলেব দম্পতি। বিয়ের ঠিক দু'মাসের মধ্যেই অভিষেক-শার্লির বিচ্ছেদ গুঞ্জন একেবারে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় দুজনের পোস্ট ঘিরেই জল্পনার শুরু। ২৪ ঘণ্টা কাটতেই প্রকাশ্যে এল সত্যি। ডিভোর্সের পথেই হঁটছেন নাকি নতুন কোনও কাজের প্রচার?
আরও পড়ুন সিরিয়ালের সেটে প্রেম, তিন বছরের দাম্পত্যে ইতি! মঙ্গলে বিচ্ছেদ ঘোষণা বাঙালি সেলেব দম্পতির
শার্লি-অভিষেকের নতুন মিউজিক ভিডিও-র প্রচারের অংশ। আদুরে পোস্টে শার্লি লিখেছেন, 'তোমার সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। আর তার জন্য একটা কারণই যথেষ্ট। তোমাকে অনেকটা ভালোবাসি। জীবনের শেষ দিন পর্যন্ত হাত ধরে বৃষ্টিতে ভিজব দু’জনে, জলরঙে আঁকা হয়ে থাকবে ভালোবাসার এক নিঃশব্দ অধ্যায়।'
আরও পড়ুন ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার
এরপরই জানান, শীঘ্রই তাঁদের মিউজিক ভিডিও আসছে। তারপর আরও প্রেমের আরও কয়েক কলিতে লিখেছেন, 'সমস্ত ভালবাসা পাক পরিণতি। ভেঙে যাক সব বাধার দেয়াল। মিলনের আলোর পথ হোক প্রশস্ত, সাক্ষী থাকুক জুয়েলারি খাজানার গয়না ঠিক যেন সোনার মত।' মিউজিক ভিডিওর শুরুতে রোম্যান্টিক মুডে অভিষেক-শার্লি। প্রেম পেল পরিণতি।
সিঁদুরদান, সাতপাকের বন্ধনে বাঁধা পড়লেন দুজনে। ভালবাসায় মাখমাখ দাম্পত্যের ঝলকও রয়েছে এই ভিডিওতে। শেষের কয়েক মুহূর্ত, যেখানে স্বামী-স্ত্রীর রাগে-অনুরাগের মুহূর্ত, তারপরই মেঘনার সামনে ডিভোর্স পেপার! পরবর্তীতে কী হতে চলেছে সেই উত্তেজনা জিইয়ে রেখেই শেষ হয়েছে মিউজিক ভিডিও-র প্রচারপর্ব। শুভেচ্ছায় ভাসছেন অভিষেক-শার্লি। তাঁদের নতুন কাজ দেখতে উদগ্রীব জুটির ভক্তরা।
আরও পড়ুন প্রথম পাঁচ থেকে ছিটকে গেল পরিণীতা-রাঙামতি, জগদ্ধাত্রী-ফুলকির লড়াইয়ে কে এগিয়ে?