Bengali Actor Divorce: সিরিয়ালের সেটে প্রেম, তিন বছরের দাম্পত্যে ইতি! মঙ্গলে বিচ্ছেদ ঘোষণা বাঙালি সেলেব দম্পতির

Deepsheta Mitra-Kaushik Chakraborty: ফের টলিপাড়ায় বিষাদের সুর। মাত্র তিন বছরের সম্পর্কেই ইতি টানলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় জুটি দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তী।

Deepsheta Mitra-Kaushik Chakraborty: ফের টলিপাড়ায় বিষাদের সুর। মাত্র তিন বছরের সম্পর্কেই ইতি টানলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় জুটি দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
cats

মঙ্গলে বিচ্ছেদ ঘোষণা

Deepsheta Mitra-Kaushik Chakraborty Divorce: বেশ কিছুদিন ধরেই স্টুডিওপাড়ার কানাঘুষো, অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের ঘর ভাঙছে। বিচ্ছেদ গুঞ্জন জিইয়ে রেখেই ধারাবাহিকে কামব্যাক করেছেন। অন্যদিকে টেলি অভিনেত্রী সুস্মিতা রায় জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর দিলেন। মঙ্গলবার সব্যসাচী-সুস্মিতার ঘর ভাঙার খবরে মন খারাপ জুটির ভক্তদের। এর মাঝেই আরও টেলি দম্পতির ডিভোর্সের খবর। অভিনেতা কৌশিক চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেত্রী দীপ্সিতা মিত্র। সোশ্যাল মিডিয়া পোস্টে বিচ্ছেদ ঘোষণা করলেন অভিনেত্রী। 

Advertisment

আরও পড়ুন দেড় বছরের দাম্পত্যে ইতি! বিচ্ছেদ গুঞ্জন এড়িয়ে ধারাবাহিকে কামব্যাক প্রসঙ্গে অকপট 'আঁচল' খ্যাত শ্রীপর্ণা

Advertisment

২০২২ সালের ২ ফেব্রুয়ারি সাত পাক ঘুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দীপ্সিতা-কৌশিক। মাত্র তিন বছরেই তাসের ঘরের মতো ভেঙে গেল সাজানো সংসার। বাংলা ধারাবাহিক 'আলো ছায়া'-র সেটেই পরস্পরের কাছাকাছি আসেন। অল্পদিনের সম্পর্কেই ছাদনাতলায় পৌঁছে যান দুজনে। বেশ কিছুদিন তাঁরা আলাদাই রয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে কী জানাচ্ছেন দীপ্সিতা? তিনি লিখেছেন, 'আমি সকলের সঙ্গে একটি খবর ভাগ করে নিতে চাই। কৌশিকের সঙ্গে আমার পথচলা আলাদা হচ্ছে। আমরা আর খুব বেশিদিন একসঙ্গে থাকব না। আমরা নিজেদের সর্বশক্তি দিয়ে বিয়েটা বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু, সেটা হল না। আমরা যেমন আশা করেছিলাম তেমনটা আর মোটেই হল না। পরস্পরের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে দুজনের সম্মতিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

আরও পড়ুন ঘর ভাঙছে বাঙালি অভিনেত্রী ও ইউটিউবারের, জন্মদিনেই বিচ্ছেদচর্চায় সিলমোহর সুস্মিতার

আরও লেখেন, 'একসঙ্গে যে সময় কাটিয়েছি, আমাদের মধ্যে যে ভালবাসা ছিল সেটার জন্য কৃতজ্ঞ। আমরা আশা করব আপনারা আমাদের বিষয়টি বুঝবেন। এই মুহূর্তে ব্যক্তিগতজীবনের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবেন। অযথা চর্চা করবেন না। দুজনেই আলাদাভাবে নতুন জার্নি শুরু করতে চলেছি। ভবিষ্যতের জন্য আপনাদের ভালবাসা, শুভেচ্ছা, সাপোর্ট কাম্য।' এই মুহূর্তে দীপ্সিতা কাজ করছেন ভিডিও বউমা ধারাবাহিকে। বিবাহবিচ্ছেদের খবরে মন ভাঙল অনুরাগীদের।  ইন্সটাগ্রামে অভিনেত্রীর পোস্টে প্রতিক্রিয়া দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ শ্রুতি দাস ও সুদীপ্তা বক্সী। 

আরও পড়ুন চুপিসারে বিয়ের পর ছ'বছরের দাম্পত্যে ইতি, বিচ্ছেদ ঘোষণা 'দুষ্টু কোকিল' খ্যাত গায়িকার

Bengali Serial Bengali Actor Bengali Actress