১৩ দিনের আউটডোর, ডেবিউটান্ট পরিচালক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা। সম্পূর্ণ নতুন দুটো মুখ। সব মিলিয়ে ‘উড়নচণ্ডী’। ছবির পুরো জার্নিটাতে হার্ট অ্যাটাকের ধাক্কাও সামলেছেন পরিচালক। সেই সবকিছু পেরিয়ে দর্শক মেনে নিয়েছিল এই ছবি। এবার নতুন পালক জুড়ছে ছবির মুকুটে।
ইন্টারন্যাশানাল ফোরাম অফ নিউ সিনেমা নিয়ে আসতে চলেছে মৃণাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড। ২৬ এপ্রিল ৩২ তম ইন্টারন্যাশানাল ফোরাম অফ নিউ সিনেমা দর্শকের সঙ্গে পরিচিত করাবে এই নতুন পুরস্কার। মৃণাল সেনের জীবনাবসান হয় গতবছর ডিসেম্বরে। তারপরেই এই বছর তাঁর নামাঙ্কনে এই পুরস্কার দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ফোরাম।
আরও পড়ুন, ‘শেষ থেকে শুরু’ করলেন জিৎ-কোয়েল
নতুন ও তরুণ পরিচালকদের উদ্ধুদ্ধ করতেই এই পুরস্কারের সূচনা। আর প্রথম বছরেই সেই পুরস্কারে ভূষিত হচ্ছেন পরিচালক অভিষেক সাহা। গতবছর উড়নচণ্ডী ছবির মাধ্যেই সিনেমা পরিচালনায় ডেবিউ করেছেন তিনি। এছাড়াও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন মমতাশঙ্কর।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশন ও প্রোডাকশনস-এর ছবি ‘উড়নচণ্ডী’।অভিষেক সাহা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে একটি সাক্ষাত্কারে বলেছিলেন, আমার টিমটা বুম্বাদা খুব ভাল সাজিয়ে দিয়েছিল – সৌমিক হালদার (সিনেমাটোগ্রাফার) সে তার জায়গায় স্টার, তন্ময় চক্রবর্তী (আর্ট ডিরেক্টর), সুজয় দত্ত (সম্পাদনা), সঙ্গীতে দেবুদা (দেবজ্যোতি মিশ্র)। প্রত্যেকে ভীষণ পজিটিভলি কাজটা করেছে। সবাই উড়নচণ্ডী হয়ে কাজ করেছে।
আরও পড়ুন, অ্যাভেঞ্জার্স এন্ডগেম: মুক্তির আগেই অনলাইনে ফাঁস করল তামিলরকার্স
একটি লরি, তিনজন বিভিন্ন বয়সের মহিলা, এ ছবির গল্পের বিন্দু তৈরি হয়েছে এদের নিয়েই। দৈনন্দিন বন্দিত্ব থেকে স্বাধীনতা এ ছবির অন্যতম উপজীব্য। একটি রোড ট্রিপে মুক্তির রাস্তা খোঁজা তিন উড়নচণ্ডীর ভূমিকায় অভিনয় করেছেন চিত্রা সেন, সুদীপ্তা চক্রবর্তী ও রাজনন্দিনী দত্ত।আর রয়েছে অমর্ত্য রায়। মৃণাল সেন মেমোরিয়াল অ্যাওয়ার্ডের কারণেই আবার শিরোনামে উঠে এল এই ছবি।