/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/abir-759.jpg)
আবির চট্টোপাধ্যায়ের ব্যোমকেশের রিলিজ পিছোল
মহেন্দ্র সোনির টুইট সব পাশা পাল্টে দিয়েছিল। তিনিই জানিয়েছিলেন পুজোয় ব্যোমকেশ নিয়ে আসছেন তারা। টুইট করে আবারও বিতর্ক উস্কে দিলেন তিনি। জানালেন পুজোয় আসছে না আবিরের ব্যোমকেশ। প্রথম টুইটের সময়ই পরিচালকের আসনে অরিন্দম শীলের বদলে বিরসা দাশগুপ্তের থাকার সম্ভবনা জল্পনায় ঘি ঢেলেছিল। এদিনের পোস্ট আবার স্পষ্ট করল সত্যান্বেষীকে নিয়ে দড়ি টানাটানির কথা।
শুক্রবার টুইট করে মহেন্দ্র সোনি জানান আবির চট্টোপাধ্যায় নাকি কোনও সংঘাত চাননা। তাঁর অভিনীত অসুর রিলিজ করবে পুজোয়। সেকারণেই বক্সঅফিস ক্ল্যাশ এড়িয়ে যেতে চান অভিনেতা। বিশেষ করে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে। আর ভেঙ্কটেশের কর্ণধারও ছুটির বাইরে ব্যোমকেশের একা রাজত্ব চান। সেকারণেই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।
We have rescheduled the release of Byomkesh. We think #Byomkesh needs a solo and #NonHoliday release cause @itsmeabir doesn’t like to clash ???? specially with @srijitspeakethhttps://t.co/RjdCrxZ6k2
— Mahendra Soni (@iammony) June 28, 2019
আরও পড়ুন, ব্যোমকেশ পরমব্রত, রুদ্রনীল অজিত: শুরু ‘সত্যান্বেষী ব্যোমকেশ’
শোনা গিয়েছিল, 'ব্যোমকেশ ও বড়দা' নিয়ে তৈরি হওয়ার কথা ছিল পরবর্তী ব্যোমকেশের। মহেন্দ্র সোনির পোস্ট রিটুইট করে আবির বললেন, হ্যাঁ! পুজোয় কেবলমাত্র #শারদীয়সৃজিত।
Yesssss.. @iammony
The annual festival we all look forward to #SharodiyaSrijithttps://t.co/2A4bLmxxy5
— Abir Chatterjee (@itsmeabir) June 28, 2019
তবে পুজোয় আসছে পরমব্রত চট্টোপাধ্যায়ের ব্যোমকেশ, পরিচালনায় সায়ন্তন ঘোষাল। প্রসঙ্গত, অরিন্দম শীল 'মিতিন মাসি' নিয়ে আসছেন পুজোয়। মনে করা হয়েছিল ভেঙ্কটেশ কর্ণধারের টুইট ছিল এরই পাল্টা। কিন্তু এদিকে জিতের প্রযোজনায় 'অসুর'-এ রয়েছেন আবির। জিতের দাবি ছিল পুজোয় আবিরের আর কোনও সিনেমা বেরোতে পারবে না। অথচ মহেন্দ্র সোনির টুইট অন্য ইঙ্গিত দিচ্ছিল। এবার সমস্যার সমাধান বেরোল।
কিন্তু শ্রীকান্ত মোহতা গ্রেফতার হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে অরিন্দম শীলের 'খেলা যখন'। সংস্থা ব্যোমকেশ নিয়ে কাজ এগোতেও সম্মতি দেয়নি পরিচালককে। ফলে ক্যামেলিয়ার প্রযোজনায় 'মিতিন মাসি' নিয়ে এগিয়েছেন তিনি। আবার বিরসারও ব্যোমকেশের শুটিংয়ের জন্য সময় কম পড়ছিল। এই সবকিছুর সমাধান সূত্র হিসাবেই বোধহয় মহেন্দ্র সোনির পুজোয় ব্যোমকেশ না নিয়ে আসার সিদ্ধান্ত।