শুরুটা করেছিলেন কলকাতার মিউজিক সিনে, তৈরি হয়েছিল আন্ডারগ্রাউন্ড অথরিটি। তারপরটা প্রায় প্রত্যেকের জানা, রিয়্যালিটি শোয়ের মঞ্চে কৃষকদের দুর্দশার কথা বলে প্রশংসিত হয়েছিলেন কলকাতার বাসিন্দা সন্তানম শ্রীনিবাসন আইয়ার। প্রোটেস্ট পোয়েট্রি-র মাধ্যমে দেশের অবস্থার কথা বারবার প্রকাশ্যে এনেছেন তিনি। এবারে র্যাপের মাধ্যমেই মোদী সরকারের সমালোচনায় মুখর এই র্যাপার।
Advertisment
অভিনন্দন বর্তমান, বিবেক ওবেরয়, প্রোপাগাণ্ডা ছবি থেকে শুরু করে চৌকিদার কিছুই বাদ যায়নি তাঁর র্যাপে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও ‘এমটিভি হাসল’-এর আগেই তিনি তৈরি করেছিলেন এই ভিডিও। তবে কৃষকদের দুর্দশা নিয়ে তাঁর র্যাপ জনপ্রিয় হওয়ার পরই ভাইরাল হয় আবকি বার কৌন!
শুধু মোদী সরকার নয়, কলকাতার অবস্থা নিয়েও সরব হয়েছে ইপিআর। মমতা সরকারকে নিয়েও কথা বলেছেন তিনি। জিডি বিড়লার ঘটনা, ব্রিজ ভেঙে পড়ার মতো বিষয় নিয়ে কথা বলেছেন। র্যাপার হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে অলটারনেটিভ রক, হার্ড রকের পাশাপাশি আয়ত্ত করছিলেন প্রোটেস্ট পোয়েন্ট্রি, আর সেই র্যাপই হয়ে উঠল প্রতিবাদের ভাষা।
ছোটবেলা থেকেই হার্ড রকের প্রতি ঝোঁক ছিল তাঁর। সেখান থেকেই শুরু সঙ্গীতের চর্চা। কলকাতার বেশ পরিচিত র্যাপ গ্রুপ ‘আন্ডারগ্রাউন্ড অথরিটি’। তাদের অনেক গান মন জয় করেছে শ্রোতাদের। তবে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দিয়েছে ‘এমটিভি হাসল’। এখন তিনি নেটিজেনদের প্রিয় পাত্র।