Actor Bala: আবারও বিতর্কে অভিনেতা বালা। তাঁর প্রাক্তন সঙ্গিনী ডঃ এলিজাবেথ উদায়ন সম্প্রতি একটি হৃদয়বিদারক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে হাসপাতালের বিছানা থেকে তিনি দাবি করেছেন, যদি তাঁর কিছু হয়ে যায়, তাহলে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন বালা এবং তাঁর পরিবার।
প্রায় ৯ মিনিটের ভিডিওটিতে দেখা যাচ্ছে তিনি শয্যাশায়ী। অক্সিজেন সাপোর্টে রয়েছেন। চোখে মুখে স্পষ্ট যন্ত্রণা। যদিও নিজের শারীরিক অবস্থা বা তিনি কোন হাসপাতালে ভর্তি — এসব কিছুই স্পষ্ট করেননি, তবে ভিডিওর মাধ্যমে তিনি তুলে ধরেছেন তাঁর মনের যন্ত্রণা ও বঞ্চনার অভিজ্ঞতা।
Satyajit Ray-Kishore Kumar: ‘পথের পাঁচালী’র শেষ রক্ষায় কিশোর কুমার!…
তিনি বলেন, "এই অবস্থায় ভিডিও বানাতে চাইনি। কিন্তু আর সহ্য হচ্ছিল না। হুমকি, পাল্টা মামলা, অপমান, সবই সহ্য করেছি। বলা হয়েছে আমি 'অর্থলোভী জোঁক'। এমনকি আমাদের বিয়েটাও অস্বীকার করা হয়েছে। তাহলে এত বছর যে তিনি নিজেই আমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিতেন, মঞ্চে একসঙ্গে উঠতেন, সেসব কী ছিল?" ডঃ এলিজাবেথ আরও দাবি করেন, তিনি মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করেছেন, কিন্তু কোনও লাভ হয়নি। পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করেছে। আদালতে মামলা চলছে, কিন্তু বালা ও তার আইনজীবী বারবার অনুপস্থিত থেকেছেন।
Anupam Kher: 'আমার বিয়েটা নিখুঁত নয়, তবুও', দীর্ঘ ৩৯ বছর সংসার করার পর বিস্ফোরক অনুপম খের
সবচেয়ে বড় অভিযোগ, "আমি যদি মারা যাই, তার জন্য দায়ী থাকবে শুধুমাত্র বালা। সে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। তার পরিবারও এতে সমানভাবে দায়ী। আমি এখন হাসপাতালে। আমার শরীর পরীক্ষা করলেই প্রমাণ পাওয়া যাবে।" তিনি আরও বলেন, "ন্যায়বিচারের কথা সবাই বলে, কিন্তু বাস্তবে ন্যায় পান কেবল ধনী ও ক্ষমতাবানরা। আমার সমাজ, প্রশাসন, আদালতের কাছে একটাই অনুরোধ, ন্যায় যেন একতরফা না হয়।"
অন্যদিকে, এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বালা বলেন, "আমি এখন সুখে আছি। আমার স্ত্রী কোকিলার সঙ্গে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছি। আমাদের মধ্যে কোনও দিন ঝগড়া হয়নি। তাহলে আমি কেন কাউকে কষ্ট দেব?" তিনি আরও জানান, আদালতের নির্দেশ আছে — কেউই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবে না। "আমি তাকে শত্রু বলে মনে করি না। গত কিছু সময়ে কোনওরকম যোগাযোগও হয়নি। আমার জীবনের অনেক কিছু হারিয়েছি। আমি শুধু চাই, আমাকে ও আমার পরিবারকে একা থাকতে দেওয়া হোক।"