অভিনয়ের মাঝেই থেমে গেল জীবন! আকস্মিক মৃত্যু অভিনেতার

Actor Passed Away: প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে দৃশ্য অনুযায়ী সংলাপ বলতে বলতে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক...

Actor Passed Away: প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে দৃশ্য অনুযায়ী সংলাপ বলতে বলতে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rip

চলে গেলেন অভিনেতা...

কী মর্মান্তিক মৃত্যু! একজন শিল্পীর জীবনে যে এহেন দিন আসবে, সে নিজেও কি জানত? সংলাপ বলতে বলতে চলে যাবেন না ফেরার দেশে, সেই খবর-ই এখন চারিদিকে। যাত্রার মঞ্চে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। পশ্চিম বর্ধমানের কাঁকসায় এমন ঘটনাই ঘটেছে। সেই খবর ভাইরাল হতেই চারিদিকে চাঞ্চল্য! 

Advertisment

কাঁকসার তপোবন সিটি আবাসনে সোমবার রাতের যাত্রা ছিল একেবারে রুটিন সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু সেই মঞ্চেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পরশুরামের চরিত্রে অভিনয় করতে করতে হঠাৎই প্রাণ হারালেন ষাটোর্ধ্ব অভিনেতা শুভাশীষ ঠাকুর। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে দৃশ্য অনুযায়ী সংলাপ বলতে বলতে আচমকাই লুটিয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শক ও যাত্রা দলের সদস্যদের মধ্যে। 

গ্ল্যামারের কবচে লুকিয়ে গোপন পেশা! বলিউড নায়িকাকে নিয়ে বিস্ফোরক দাবি

সহশিল্পীরা দেরি না করে শুভাশীষকে দ্রুত দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগেই মৃত্যু হয়েছে। যদিও সরকারি ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে পরিবার জানিয়েছে।

Advertisment

পুরুলিয়ার বাসিন্দা শুভাশীষ বহু বছর ধরেই অভিনয় জগতে যুক্ত ছিলেন। তপোবন সিটির ২৯ নম্বর টাওয়ারে পরিবারসহ থাকতেন তিনি। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত অমায়িক, বন্ধুবৎসল। তিনি যে আর নেই, একথা যেন কেউ বিশ্বাস করতেই পারছেন না। 

Virat Kohli Birthday: বিরাটের এই গুণেই মুগ্ধ অনুস্কা, জানেন সেটা কী?

এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আবাসন এলাকায় এবং যাত্রা মহলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রয়াত অভিনেতার শেষকৃত্য পুরুলিয়ায় সম্পন্ন হবে। শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে ইতিমধ্যেই অনেকেই পৌঁছতে শুরু করেছেন তাঁর বাড়িতে।

actor death news Entertainment News Today