Dipika And Shoaib in Pahalgam: মঙ্গলবার বিকেলে পহেলগাঁওয়ের কাছে একটি সন্ত্রাসী হামলা হয় এবং কমপক্ষে ২৬ জনকে গুলি করে হত্যা করা হয় বলে জানা গেছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। দীপিকা কক্কর এবং তাঁর স্বামী সেখানেই ছিলেন। তাঁদের কী অবস্থা এই ঘটনার পর?
ছেলে রুহানকে নিয়ে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের অনেক ভক্তই তাঁদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। হামলার খবর ছড়িয়ে পড়ার পরে, ভক্তরা তাদের সুরক্ষা সম্পর্কে নানা প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়ায়। এই দম্পতি সম্প্রতি পর্যটন গন্তব্য থেকে ছবি পোস্ট করেছিলেন।
কিন্তু গতকালের ঘটনার পর কী অবস্থা তাঁদের? এখন কেমন আছেন তাঁরা? শোয়েব সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্তদের আশ্বস্ত করেছেন নিজেদের অবস্থান প্রসঙ্গে। তিনি জানিয়েছেন, যে তারা নিরাপদে আছেন এবং ঘটনার কয়েক ঘন্টা আগে কাশ্মীর ছেড়ে চলে এসেছিলেন।
Taslima Nasrin on Pahalgam Attack: 'ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন…
হামলার ঠিক দু'দিন আগে পহেলগাঁওয়ে ঘুরে বেড়ানোর একটি ভিডিও পোস্ট করেছিলেন দীপিকা। কিছু ভিজ্যুয়ালে তাঁদের একরত্তি ছেলে রুহানকেও দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় শোয়েব ইনস্টাগ্রামে জানান, তাঁরা নিরাপদে আছেন এবং কাশ্মীর ছেড়েছেন। তিনি লিখছেন, "হাই বন্ধুরা, আপনারা সবাই আমাদের মঙ্গল নিয়ে উদ্বিগ্ন হয়েছেন ...আমরা সবাই নিরাপদে আছি, আজ সকালে আমরা কাশ্মীর ছেড়েছি এবং আমরা নিরাপদে দিল্লি পৌঁছেছি। সমস্ত উদ্বেগের জন্য আপনাকে ধন্যবাদ .. নতুন ভ্লগ শীঘ্রই আসছে।"
Pahalgam terror attack 2025: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগাঁওয়ের ঘটনায় তীব্র নিন্দার ঝড়, রাগে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় তারকারা
/indian-express-bangla/media/post_attachments/1967b9d5-5d4.png)
দীপিকা কক্কর এবং শোয়েব ইব্রাহিম ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন এবং এই দম্পতি ২০২৩ সালে তাদের প্রথম সন্তান ছেলে রুহানকে স্বাগত জানান। যদিও বা বিয়ের পর থেকে নানা কথা শুনতে হয়েছে দীপিকাকে। বিশেষ করে তাঁর ধর্মান্তরিত হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে কটু কথার মাত্রা বাড়তে থাকে।