Pahalgam terror attack 2025: 'কাপুরুষের মতো কাজ', 'অপদার্থ!' পহেলগাঁওয়ের ঘটনায় তীব্র নিন্দার ঝড়, রাগে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় তারকারা

Pahalgam terror attack 2025: শুধু রাজনীতিবিদরাই নন, সিনে তারকারাও সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ হামলার নিন্দা করেছেন। নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে তীব্র সমালোচনা।

Pahalgam terror attack 2025: শুধু রাজনীতিবিদরাই নন, সিনে তারকারাও সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ হামলার নিন্দা করেছেন। নিরীহ মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাতে তীব্র সমালোচনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
পাহেলগাম সন্ত্রাসী হামলা, বাইসারান উপত্যকা গুলি, ২২ এপ্রিল ২০২৫ হামলা, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF), লস্কর-ই-তৈয়বা সংযুক্ত হামলা, কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি, কাশ্মীরের বেসামরিক হতাহতের ঘটনা, বিদেশি পর্যটকদের উপর হামলা, কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসবাদ, কাশ্মীরের জনসংখ্যাগত পরিবর্তন বিতর্ক, কাশ্মীরের হিন্দু-বিদ্বেষমূলক হামলা, কাশ্মীরের পর্যটন শিল্পে প্রভাব, Pahalgam terror attack 2025, Kashmir tourist massacre, The Resistance Front (TRF) attack, April 22 Kashmir attack, Civilian killings in Kashmir, Foreign tourists targeted in Kashmir, Hinduphobic violence in Kashmir, Kashmir tourism under threat

তীব্র নিন্দার ঝড় বিনোদনমহলে... Photograph: (ফাইল চিত্র )

Pahalgam terror attack 2025: মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁও শহরের কাছে একটি বিখ্যাত তৃণভূমিতে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই পর্যটক। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর উপত্যকায় সবচেয়ে মারাত্মক হামলা এটি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে দু'জন বিদেশি ও দু'জন স্থানীয় নাগরিক রয়েছেন।

Advertisment

শুধু রাজনীতিবিদরাই নন, সিনে তারকারাও সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ হামলার নিন্দা করেছেন। অক্ষয় কুমার লিখেছেন, 'পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার খবর শুনে আতঙ্কিত। এভাবে নিরীহ মানুষকে মেরে ফেলা নিতান্তই অশুভ। তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিকি কৌশল লেখেন, 'পহেলগাঁওয়ে চরম অমানবিক সন্ত্রাসী হামলায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের বেদনা কল্পনাও করতে পারছি না। আমার গভীর সমবেদনা ও প্রার্থনা। আশা করি এই জঘন্য কাজের পিছনে থাকা অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।" 

টুইটে মালায়ালাম সুপারস্টার মোহনলাল লিখেছেন, 'পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য আমার হৃদয় কাঁদছে। এমন নিষ্ঠুরতার সাক্ষী হওয়াটা খুবই দুঃখজনক। কোনও কারণ কখনই নিরীহ জীবন নেওয়ার ন্যায্যতা দিতে পারে না। শোকাহত পরিবারের মানুষরা, আপনাদের দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না। দয়া করে জেনে রাখুন যে আপনি একা নন। পুরো জাতি আপনাদের শোকে মুহ্যমান রয়েছে। আসুন আমরা একে অপরকে আরও শক্ত করে ধরে রাখি।" 

Advertisment

Pahalgam terror attack: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ২ দিন আগেই কোলের…

'পুষ্পা' তারকা আল্লু অর্জুনও ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, '#Pahalgam হামলায় হৃদয় ভেঙে গেছে। এত সুন্দর জায়গা যেখানে সহৃদয় মানুষেরা আছেন সেখানে এই?  সানি দেওল লিখেছেন, "এই সময়ে বিশ্বের চিন্তাভাবনা হওয়া উচিত সন্ত্রাসবাদের অবসান ঘটানো, কারণ এর শিকার কেবল নিরীহ মানুষ, এবং মানুষের নিজেদের মধ্যে সখ্যতা বাড়াতে হবে। এই দুঃখের মুহূর্তে আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছি। মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউবার সময় রায়নাও তার ইনস্টাগ্রাম স্টোরিতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, "আজ রাতে ঘুমাতে পারছি না।

করিনা কাপুর তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, 'নিহতদের ও তাদের পরিবারের জন্য হৃদয় ভেঙে গেছে। নিহতদের জন্য প্রার্থনা। #Pahalgam। সিদ্ধার্থ মালহোত্রা ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা কাপুরুষোচিত কাজ। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি নিশ্চিত যে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে। আমার প্রার্থনা এবং চিন্তাভাবনা নিরীহ ক্ষতিগ্রস্থদের পরিবারের সাথে রয়েছে। জয় হিন্দ!"

Actor Death: ৩৬-এ সব শেষ! ঝুলন্ত অবস্থায় উদ্ধার তারক মেহতা কা উলটা চশমা খ্যাত জনপ্রিয় অভিনেতার নিথর দেহ

সুনীল শেঠি এক্স-এ লিখেছেন, "পহেলগাঁওয়ে পর্যটকদের উপর কাপুরুষোচিত আক্রমণে গভীরভাবে মর্মাহত। নিরীহ দর্শনার্থীদের বিরুদ্ধে সহিংসতা কাশ্মীরের আত্মা এবং এর শতাব্দী প্রাচীন আতিথেয়তার উত্তরাধিকারের উপর আক্রমণ। আহতদের জন্য প্রার্থনা করছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এ ধরনের বর্বরতার নিন্দা জানাই এবং দ্রুত বিচার দাবি করি। অপরাধীদের আইনের পূর্ণ শক্তি মোকাবেলা করতে হবে।" অনুপম খের সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "ভুল। ভুল। ভুল!! পহেলগাঁও গণহত্যা! শব্দগুলো আজ অপদার্থ!!"

Pahalgam Kashmir Issue Kashmir Update Terrorism Terrorist Attack Terrorist kashmir jammu and kashmir