Actor Ishtiyak Khan: অভিনেতা ইশতিয়াক খান, যিনি ‘তামাশা’ ছবিতে রণবীর কাপুর এবং ‘ভারত’ ছবিতে সলমন খানের সঙ্গে কাজ করেছেন, সম্প্রতি নিজের জীবনের একটি অসাধারণ ঘটনা নিয়ে মুখ খুলেছেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা (NSD) থেকে স্নাতক ইশতিয়াক একসময় একজন অভিনয়ের শিক্ষক ছিলেন। তবে তিনি শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। জীবনের কনিঠ বাস্তবতা তাকে একসময় ডিমের দোকান চালাতেও বাধ্য করেছিল।
এক সাক্ষাৎকারে তিনি জানান, অভিনয় শেখানোর পাশাপাশি সন্ধ্যাবেলা কয়েকজন বন্ধু মিলে ডিমের স্টল দিতেন। একদিন এমন এক ঘটনা ঘটে যা আজও তার মনে গেঁথে আছে। সেই স্টলে হঠাৎ করে এক ছাত্র এসে উপস্থিত হয়। তাকে ডিম বিক্রি করতে দেখে ছেলেটি হতভম্ব হয়ে যায়। আর ইশতিয়াক নিজেও একরকম লজ্জায় পড়ে যান। তিনি বলেন, "স্কুলে কীভাবে মুখ দেখাব বুঝতে পারছিলাম না। সেখানকার ছেলেরা আমাকে সম্মান করত।"
Assam Adult Influencer News: 'অ্যাডাল্ট কনটেন্টে' রাতারাতি ফেমাস, গোপ…
পরদিন স্কুলে যেতে চাইছিলেন না তিনি। কিন্তু ওই ছাত্র আবার হাজির হয়, এবার নিজের বাবাকে নিয়ে। স্কুটারে করে এসে ছেলেটি বাবাকে দেখিয়ে বলে, "উনি আমাদের শিক্ষক।" যদিও ছেলেটির বাবা সেই মুহূর্তে কিছু বলেননি, তবুও সেই মুহূর্ত ইশতিয়াকের মনে গভীর প্রভাব ফেলে। যদিও পরে একজন সিনিয়র তাকে বলেন, "তুমি তো চুরি করছ না, তাহলে লজ্জা কিসের?"
Bollywood Unknown Stories: বিয়ে করেছিলেন গুরুর প্রাক্তন স্ত্রীকে, হিট …
তিনি আরও বলেন, ছোটবেলা থেকে যে পরিবেশে বড় হয়েছেন, তা তার মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তুলেছে। তার বন্ধুরা সবসময় পাশে থেকেছে। কখনো তাকে চায়ের জন্য টাকা দিতে হয়নি, বন্ধুদের সাইকেল বা স্কুটারও যেন তার নিজেরই ছিল। তিনি বলেন, "আমি যদি ঘৃণার মধ্যে বড় হতাম, তাহলে হয়তো একজন ভালো মানুষ হয়ে উঠতে পারতাম না।" মুম্বইতে এসে অবশ্য এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় ইশতিয়াককে। সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে বন্ধুত্ব করার অভ্যাস থাকা সত্ত্বেও, তিনি দেখেন যে কিছু মানুষ দলিত কিংবা মুসলিমদের বাড়ি ভাড়া দিতে চায় না। সেটাই ছিল তার জীবনে এক সাংস্কৃতিক ধাক্কা।
ইশতিয়াক 'তিস মার খান', 'ময়দান' এবং 'ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন। জীবনের নানা লড়াই তাঁকে গড়েছে এক অসাধারণ মানুষ তো বটেই, তবে একজন সংবেদনশীল, পরিশ্রমী এবং সম্মানজনক শিল্পীতে পরিণত করেছে।