Advertisment
Presenting Partner
Desktop GIF

জেএনইউ: আমরা এই রকম ইস্যুতে নিরপেক্ষ থাকতে পারি না

JNU issue: এবার জেএনইউ-তে ছাত্রদের উপর আক্রমণ প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করলেন বরুণ ধাওয়ান। নিরপেক্ষ থাকার কোনও উপায় নেই, এমনই একটি মন্তব্য করেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Actor Varun Dhawan strongly condemns violence inside JNU

বরুণ ধাওয়ান। ছবি: ইনস্টাগ্রাম থেকে

JNU Incident: রাতের অন্ধকারে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মুখঢাকা দুষ্কৃতিদের তাণ্ডব ও ছাত্রছাত্রী-শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন বরুণ ধাওয়ান। বহু বলিউড ব্যক্তিত্ব অতীতে ছাত্রদের উপর আক্রমণের নিন্দা করেছেন। মঙ্গলবার দিল্লিতে একটি প্রতিবাদ জনসভায় কিছুক্ষণের জন্য সামিল হয়েছিলেন দীপিকা পাডুকোনও। আবার মঙ্গলবার ৭ জানুয়ারি নিজের ছবির একটি প্রচার অনুষ্ঠানে দাঁড়িয়ে এই ঘটনা প্রসঙ্গে নিজের অভিমত জানালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।

Advertisment

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, ৭ জানুয়ারি আসন্ন ছবি 'স্ট্রিট ডান্সার থ্রিডি'-র একটি প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন বরুণ ধাওয়ান। সেখানেই সাম্প্রতিক এই হামলার নিন্দা করেছেন তিনি। রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল দুষ্কৃতি মুখে কাপড়বাঁধা অবস্থায় ঢুকে পড়ে হাতে লাঠি এবং রড নিয়ে। এর পর তারা নির্বিচারে আঘাত করে ক্যাম্পাসে অবস্থিত ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের। প্রায় ৩৪ জন গুরুতরভাবে আহত হয়েছেন এই ঘটনায়, তার মধ্যে রয়েছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষ এবং অধ্যাপিকা সুচরিতা সেন।

আরও পড়ুন: নাগরিক বিরোধিতায় ‘শ্রীময়ী’, কী বললেন চিত্রনাট্যকার

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশে তাঁর ছবির প্রচারে এসে বরুণ ধাওয়ান সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে বলেন, ''আমার মনে হয়, আমরা এই ধরনের ইস্যুতে নিরপেক্ষ থাকতে পারি না। প্রত্যেকটা মানুষের এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একদল লোক মুখ ঢেকে ঢুকে পড়বে, হামলা করবে, ভাঙচুর করবে, এটা মারাত্মক এবং অত্যন্ত দুঃখজনক।''

এই কথার সূত্র ধরেই অভিনেতাকে প্রশ্ন করা হয় যে সাম্প্রতিক ইস্যুগুলিতে হিন্দি ছবির জগতে কি কোনও বিভাজন তৈরি হয়েছে। কারণ এই মুহূর্তে বলিউডের বহু ব্যক্তিত্ব সোশাল মিডিয়া, বিশেষত টুইটারে তাঁদের মতামত জানিয়েছেন, বেশিরভাগই ছাত্রদের উপর হামলার প্রতিবাদ করেছেন। অনেকে এনআরসি-সিএএর বিরুদ্ধে সরব হয়েছেন। আবার অনেক বলিউড ব্যক্তিত্বই এখনও নীরবতা বজায় রাখছেন।

আরও পড়ুন: ধর্মের নামে বিভাজনের রাজনীতি বন্ধ করুন: অনুরাগ কাশ্যপ

কিন্তু এই প্রশ্নের কোনও সরাসরি উত্তর না দিয়ে বরুণ বলেন, ''টুইটারে এই ইস্যুতে কে কী বলছে, সেই ব্যাপারে আলোচনায় আমি ঢুকতে চাই না।'' জেএনইউ হামলার নিন্দা করার পাশাপাশি বরুণ এমনটাও বলেছেন যে ঠিক কারা রয়েছে এই হামলার পিছনে, তা কিন্তু এখনও জানা যায়নি। তবে একজন ভারতীয় হিসেবে তাঁর পুলিশের উপর আস্থা আছে এবং এই ঘটনায় যারা জড়িত, তারা যত দ্রুত সম্ভব সাজা পাবে, এমন আশা প্রকাশ করেছেন বরুণ।

পিটিআই সূত্রের খবর অনুযায়ী, বরুণ জানান, এখন এমন একটা সময় যখন সমবেতভাবে পদক্ষেপ নিতে হবে যাতে শান্তি ও স্থায়িত্ব ফিরে আসে। বরুণ ছাড়াও জেএনইউ-এর ঘটনার তীব্র নিন্দা করেছেন জোয়া আখতার, অনিল কাপুর ও আলিয়া ভাট।

Read the full news in English

bollywood Varun Dhawan JNU
Advertisment