Hina Khan Cancer: ক্যানসার মানেই কাজ বন্ধ নয়, ইন্ডাস্ট্রির ট্যাবু ভাঙতে কী যুক্তি মারণরোগে আক্রান্ত হিনা খানের?

Hina Khan: সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হিনা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, ক্যানসার আক্রান্ত মানেই কাজ বন্ধ করে দিতে হবে এমনটা নয়। বিনোদুনিয়ার এই ট্যাবু ভাঙতে উদ্যোগী হিনা।

Hina Khan: সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হিনা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, ক্যানসার আক্রান্ত মানেই কাজ বন্ধ করে দিতে হবে এমনটা নয়। বিনোদুনিয়ার এই ট্যাবু ভাঙতে উদ্যোগী হিনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
hina khan-cancer1

সাহসী হিনা

Hina Khan Stage 3 Breast Cancer: হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ হিনা খান। একাধিক মেগায় হিনার অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। গত বছর স্তন ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। প্রথম থেকেই হেলথ আপডেট সকলের সঙ্গে শেয়ার করেন হিনা। কেমো নেওয়ার পর শারীরিক পরিবর্তন, শরীরের ক্ষত, চুল উঠে যাওয়া প্রতিটি মুহূর্ত সাহসীকতার সঙ্গে লড়াই করেছেন টেলি অভিনেত্রী হিনা খান। ক্যানসারের সঙ্গে তিনি লড়াই করতে সর্বদা প্রস্তুত এবং এই মারণরোগ কোনওদিন তাঁকে স্বাভাবিক জীবন থেকে দূরে রাখতে পারে না সেই বিষয়ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সম্প্রতি সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে হিনা আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, ক্যানসার আক্রান্ত মানেই কাজ বন্ধ করে দিতে হবে, বিনোদুনিয়ার এই ট্যাবু ভাঙতে উদ্যোগী হিনা। 

Advertisment

তাঁর যুক্তি, 'ক্যানসার আক্রান্ত রোগীকে বাড়িতে বসে কিছু করতে হবে এবং তার জীবন শেষ হয়ে গেছে, এটা সত্য নয়। এই ট্যাবুটা ভাঙা প্রয়োজন। রোগ নির্ণয়ের পর কয়েকটা দিন কঠিন হতে পারে কিন্তু এরপর আপনি আবার কাজের মধ্যে ফিরে যেতে পারেন। আপনাকে সেই ইচ্ছাশক্তি, ধৈর্য্য এবং পরিবারের ভালবাসা-সমর্থন থাকতে হবে।'

হিনা কখনও অভিনয় ছাড়বেন?

অভিনেত্রীর সাফ জবাব,যতদিন শরীর সঙ্গে দেবে ততদিন পর্যন্ত অভিনয় ছাড়বেন না। তিনি বলেন, 'আমি সবসময় অভিনয় চালিয়ে যেতে চাই যতক্ষণ আমার শরীর সঙ্গ দেবে। মানসিক ইচ্ছেশক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আপনাকে মানসিকভাবে দৃঢ় এবং সুখী থাকতে হবে। যদি আপনি মনে করেন এটি (ক্যান্সার) কিছু নয়, তবে সত্যিই এটি কিছুই নয়।'

Advertisment

হিনা গত বছরের জুন মাসে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান। ইনস্টাগ্রামে এটি ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, 'আমি স্টেজ ৩ স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছি। এই চ্যালেঞ্জিং রোগ সত্ত্বেও আমি সকলকে আশ্বাস দিতে চাই যে আমি ভাল আছি। আমি শক্তিশালী, দৃঢ় সংকল্পবদ্ধ, এবং এই রোগকে জয় করার জন্য সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমি সবকিছু করতে প্রস্তুত যাতে আরও শক্তিশালী হয়ে এই যুদ্ধে জিততে পারি।'

আরও পড়ুন 'এখন আর কেউ আমাকে...', ক্যানসার আক্রান্ত হওয়ার পর কোন মনোকষ্টে দিন কাটছে হিনার?

তিনি আরও যোগ করেছিলেন, 'আমি বিনীতভাবে অনুরোধ করছি এই সময়ে গোপনীয়তা এবং সম্মান বজায় রাখুন। আপনার ভালবাসা, শক্তি, এবং আশীর্বাদকে আমি গভীরভাবে প্রশংসা করি। আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পরামর্শ আমার জন্য অনেক মূল্যবান। আমি, আমার পরিবার এবং প্রিয়জনরা ইতিবাচক মনোভাবের সঙ্গে এই লড়াইয়ে নেমেছি। সৃষ্টিকর্তার কৃপায় আমরা বিশ্বাস করি আমি এই চ্যালেঞ্জে জয়ী হব এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।'

"ইয়ে রিস্তা ক্যয়া কেহলতা হ্যায়" ধারাবাহিকের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন হিনা। "কসৌটি জিন্দগী কে"-তে খলনায়িকার চরিত্রেও প্রশংসা কুড়িয়েছিলেন। এছাড়াও তিনি রিয়্যালিটি শো "ফিয়ার ফ্যাক্টর: খতরো কে খিলাড়ি ৮" এবং "বিগ বস ১১"-এ অংশ নিয়েছিলেন। সম্প্রতি তিনি ওয়েব সিরিজ "গৃহলক্ষ্মী"-তে কাজ করেছেন। হিনা উল্লেখ্য, এই সিরিজের  শুটিং শেষ করার পরই ক্যানসার ধরা পড়ে। 

আরও পড়ুন ক্যানসারের তৃতীয় স্তরে উপবাস-শরীরচর্চা! নাম না করে ফের অভিনেত্রী রোজলিনের নিশানায় হিনা খান

breast cancer hina khan