Hina Khan Latest News: হিনা খান, হিন্দি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। গত বছর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। শারীরিক অবস্থার আপডেট প্রতিনিয়ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন হিনা। অসুস্থতার মাঝেই মনের মানুষের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়েছেন। কেমো চলাকালীন যেমন সাহসীকতার সঙ্গে ছবি শেয়ার করেছেন তেমনই আবার পেশাদার শিল্পীর মতো কাজও করেছেন। তবে অসুস্থতার কারণে অনেক কাজ পিছিয়ে যায় এবং বেশ কিছু প্রস্তাব ছেড়েও দিতে হয়। তাছাড়া, হিনার শারীরিক অবস্থার কথা ভেবে অনেকে তাঁর কাছে কাজের প্রস্তাব নিয়ে যেতেও আজকাল কিছুটা দ্বিধা বোধ করেন। ছোট পর্দায় ফিরেছেন নতুন রিয়্যালিটি শো 'পতি পত্নী অউর পঙ্গা'-র মাধ্যমে।
অসুস্থতার পর প্রথম কাজ নিয়ে উত্তেজিত হিনা। তিনি বলেন, 'এই ঘটনাটার পর এটা আমার প্রথম প্রজেক্ট। আমি কাজ করতে চাই। কেউ সরাসরি বলেনি তুমি এখনও পুরোপুরি সেরে ওঠোনি কিন্তু আমি অনুভব করি তাঁদের মনে একটা সংকোচ আছে। সেটা হয়তো একদমই ঠিক তবে দ্বিধাবোধ ভাঙা প্রয়োজন আর সেটা আমাকেই করতে হবে। আমি যদি তাঁদের জায়গায় থাকতাম আমিও হয়ত হাজারবার ভাবতাম। কিন্তু, আমি অডিশনের জন্য প্রস্তুত। গত এক বছরে কেউ আমাকে ডাকেনি। আমি সব কিছুর জন্য প্রস্তুত। আমাকে ডাকুন।'
আরও পড়ুন ক্যানসারকে সঙ্গী করেই নির্জলা রোজা পালন, পরিবারের সঙ্গে ইফতারের মুহূর্ত ভাগ করলেন হিনা খান
অসুস্থতা যে হিনার মনের জোর, কাজের প্রতি একাগ্রতাতে বিন্দুমাত্র দমিয়ে রাখতে পারেনি সেটা একদম স্পষ্ট। হিনা আশাবাদী, এই শোয়ের পর আবার তিনি পুরনো ছন্দে কর্মজগৎ-এ ফিরতে পারবেন। কালার্সে প্রচারিত এই রিয়্যালিটি শোতে অংশ নিয়েছেন হিনা-রকি জয়সওয়াল, দেবিনা বন্দ্যোপাধ্যায়-গুরমিত চৌধুরী, রুবিনা দিলাইক-অভিনব শুক্লা, আভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি, স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদ, গীতা ফোগাট-পবন কুমার এবং সুধেশ লেহরি-মমতা লেহরির মতো সেলিব্রিটি দম্পতিরা। মজার চ্যালেঞ্জ গ্রহণ করে একে অপরের সঙ্গে প্রতিযোগিতার ময়দানে নেমেছেন।
আরও পড়ুন 'বোমা মেরে বা গুলি করে...', 'উদয়পুর ফাইলস' মুক্তির পরই কেন প্রাণনাশের হুমকি প্রযোজককে?
হিনা বলেন, 'এই শোয়ে অংশ নেওয়া আমার জন্য বড় পদক্ষেপ ছিল। একইসঙ্গে আমি শারীরিকভাবে কতটা শক্তিশালী সেটাও বোঝার প্রয়োজন ছিল। আপাতত সব ঠিকই আছে। একটু ক্লান্ত হয়ে পড়ছি, তাছাড়া সব ঠিকই আছে। ডিজিটাল শো হোক বা অন্য কিছু আমি প্রস্তুত। শুধু দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি নেব না। তবুও যদি সুযোগ দেওয়া হয় এবং তাঁরা আমাকে উপযুক্ত মনে করেন তাহলে অবশ্যই সেই প্রস্তাবও গ্রহণ করব।' স্পাই চরিত্রে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন অভিনেত্রী। 'স্পেশাল অপস' দেখার পরই মনে এই বাসনা জেগেছে।
আরও পড়ুন 'আজ থেকে ১৩ বছর আগে...', কাঞ্চনের সঙ্গে প্রথম দেখার পর কী ভাবে মিস টু মিসেস হলেন শ্রীময়ী?