ishita Dutta And Baby Health Condition: বাঙালি কন্যা ঈশিতা দত্ত হিন্দি টেলি ধারাবাহিক ও বলিউড মুভির পরিচিত মুখ। জুন মাসের দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। পুত্রের পর কোল আলো করে এসেছে লক্ষ্মীছানা। কন্যা সন্তানের জন্মের পরই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ঈশিতা। হু হু করে কমতে থাকে দেহের ওজন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় ঈশিতাকে। একইসঙ্গে অসুস্থ হয়ে পড়েন দুবছরের ছেলেও। মা-ও ছেলে দুজনের হাতেই স্যালাইনের চ্যানেল। জুলাই মাস যে খুব কষ্টের মধ্যে দিয়ে কেটেছে সেই কথা নিজেই জানালেন অভিনেত্রী। চ্যানেলের ছবি পোস্ট করে হেলথ আপডেট দিলেন ঈশিতা দত্ত।
/indian-express-bangla/media/post_attachments/acd4f856-5d3.jpg)
অনেকেই সোশ্যাল মিডিয়ায় ঈশিতার কাছে জানতে চেয়েছেন আচমকা কী ভাবে এত তাড়াতাড়ি ওজন ঝড়িয়ে রোগা হয়ে গেলেন? আসলে অসুস্থতার কারমেই দ্রুত গতিতে ওজন কমছিল। সেই বিষয়টি উল্লেখ করে ঈশিতা জানিয়েছে, 'এটা সত্যিই খুব কঠিন একটা সময় ছিল। যখন আমার সদ্যোজাতর সঙ্গে থাকার কথা তখন আমি হাসপাতালে ভর্তি। ভগবানের আশীর্বাদে এখন আমি আর বায়ু দুজনেই আগের তুলনায় অনেকটা সুস্থ আছি। অনেকেই আমার ওজন কমে যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিলেন। আসলে সেটা ইচ্ছাকৃত নয়, অসুস্থতার কারণে ওজন কমে যাচ্ছিল।'
আরও পড়ুন ছেলের বয়স দু'বছর হওয়ার আগেই ফের অন্তঃসত্ত্বা, সন্তান কোলেই বেবি বাম্প প্রদর্শন বাঙালি অভিনেত্রীর
তবে মা সন্তানের কী হয়েছিল সেই বিষয়টি অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। এই কঠিন সময়ের মধ্যে ঈশিতার অভিনেতা স্বামী বৎসল শেঠ স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করেছেন। উল্লেখ্য, ইশিতা ও বৎসল গত ১০ জুন দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন। সম্প্রতি সদ্যোজাত কন্যার নাম ঘোষণা করেছেন সেলেব পেরেন্টস। মেয়ের নাম রেখেছেন, ভেদা।
আরও পড়ুন মা হতে চলেছেন কাজল, ন'মাসের প্রেগন্যান্সি জার্নি শেয়ার করে কী লিখলেন অভিনেত্রী?
গত ফেব্রুয়ারিতে তাঁরা দ্বিতীয় সন্তান আসার খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন। প্রেগন্যান্সির বিভিন্ন মুহূর্ত ফটোশুটের ছবিও শেয়ার করেছিলেন। ইশিতাকে শেষ দেখা গেছে ‘দৃশ্যম ২’-তে। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন ‘দৃশ্যম ৩’-র জন্য। এই ছবিতে রয়েছেন অজয় দেবগণ, শ্রিয়া সারন, টাবু, রজত কাপুর সহ আরও অনেকে।
আরও পড়ুন 'জানি না কোন মায়ায় ফেঁদে...', আট বছর পর পিতৃসুখ প্রাপ্তি বাংলা ছবির জনপ্রিয় অভিনেতার! প্রকাশ্যে প্রথম ছবি