Bengali Actor Baby: 'জানি না কোন মায়ায় ফেঁদে...', আট বছর পর পিতৃসুখ প্রাপ্তি বাংলা ছবির জনপ্রিয় অভিনেতার! প্রকাশ্যে প্রথম ছবি

Nigel Akkaraa Baby: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা নাইজেল আকারা। বিয়ের আট বছর পর সন্তান সুখ লাভ করলেন অভিনেতা। পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন 'গোত্রহীন' মানবিক নাইজেল?

Nigel Akkaraa Baby: বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা নাইজেল আকারা। বিয়ের আট বছর পর সন্তান সুখ লাভ করলেন অভিনেতা। পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন 'গোত্রহীন' মানবিক নাইজেল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

বাবা হলেন নাইজেল

Nigel Akkaraa-Dr Mou Mita Baby: ২৮ জুলাই  কন্যা সন্তানের মা হয়েছেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা অহনা দত্ত। সোমে সন্তান সুখ লাভের পর একরত্তিকে আগলে মঙ্গলে রাজকন্যার প্রথম ছবি প্রকাশ্যে এনেছেন ছোট পর্দার মিশকা। এরপরই বাংলা ইন্ডাস্ট্রিতে আরও এক সুখবর। বাবা হয়েছেন 'গোত্র', 'মুক্তধারা' খ্যাত অভিনেতা নাইজেল আকারা। বুধবার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নাইজেলের স্ত্রী মৌমিতা। তিনি পেশায় একরজন চিকিৎসক। বাবা হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় পিতৃতন্ত্র উদযাপনের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। 

Advertisment

আরও পড়ুন সোমে সুখবর! মা হলেন অহনা, পুত্র না কন্যা সন্তান এল ছোট পর্দার 'মিশকা'-র কোলে?

Advertisment

মায়ের আঙুল ধরে সদ্যোজাতর হাতের ছবি শেয়ার করেছেন নাইজেল-মৌমিতা। ছবির ক্যাপশনে লেখা, 'জানি না কোন মায়ায় ফেঁদে বিশ্বের ধন রাখব বেঁধে আমার এ ক্ষীণ বাহু দুটির আড়ালে'। শুভেচ্ছায় ভাসছেন নতুন মা-বাবা। জীবনের নতুন অধ্যায়ে পা রেখে উচ্ছ্বসিত নাইজেল। এই মুহূর্তে রূপোলি পর্দা থেকে দূরেই আছেন অভিনেতা। আপাতত লিটল প্রিন্সেসের সঙ্গে সময় কাটাতে চান নাইজেল। জীবনের এই বিশেষ দিনটার জন্যই অপেক্ষায় ছিলেন এতগুলো বছর। অবশেষে দেবীপক্ষ শুরু আগেই নাইজেলের ঘরে এল 'লক্ষ্মী'।

আরও পড়ুন আমি তো চেয়েছিলাম একসঙ্গে আটটি সন্তান হোক, কিন্তু ভাগ্যক্রমে একটাই হবে: অহনা দত্ত

মাত্র ২১ বছর বয়সে কারাবাসে ছিলেন নাইজেল। তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল ১৭টি মামলা। সংশোধনাগারে থাকাকালীন তিনি নয়াদিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস থেকে মানবাধিকার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অবশ্য নাইজেল আকারা হয়ে ওঠেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা।

 

আরও পড়ুন মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?

২০১২ সালে বাংলা ছবি "মুক্তোধারা" দিয়ে অভিনয়ে অভিষেক। এরপর 'রাজকাহিনি', 'গোত্র'-র মতো বেশ কিছু সফল বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন নাইজেল আকারা। কন্যা সন্তানের আগমনে ফের নাইজেলের ভাগ্যবদল হল কিনা সেটা তো সময় বলবে। 

আরও পড়ুন বিয়ের তিন বছর পর পিতৃসুখ, বাবা হলেন 'ছাবা' খ্যাত বিনীত কুমার, পুত্র না কন্যা এল ঘরে?

Bengali News