Actor Son Death Rumour: ঝাঁপ দিয়ে আত্মহত্যা ১৪ বছরের ছেলের! ৭ দিন পর মুখ খুলেই অভিনেত্রী যা বললেন শুনলে তাজ্জব বনে যাবেন

Resham Tipnis Son: মুম্বইয়ের কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। ঘটনার এক সপ্তাহ পর মুখ খুললেন অভিনেত্রী। যা জানা গেল শুনলে তাজ্জব বনে যাবেন।

Resham Tipnis Son: মুম্বইয়ের কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। ঘটনার এক সপ্তাহ পর মুখ খুললেন অভিনেত্রী। যা জানা গেল শুনলে তাজ্জব বনে যাবেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

অভিনেত্রী যা বললেন...

Resham Tipnis Son Death News: গুজরাতি টিভি অভিনেত্রী রেশম টিপনিশের ১৪ বছরের ছেলে মানব আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ। সন্তানকে নিয়ে আবাসনের ৫৭ তলায় একাই থাকতেন অভিনেত্রী। সন্তানকে টিউশনে যেতে জোর করতেই মারাত্মক ঘটনা ঘটিয়েছে ১৪ বছরের নাবালক। গত সপ্তাহে আচমকা এই খবরে শোরগোল পড়ে যায়। কান্ডিভালি থানা সূত্রে খবর, টিউশনে যাওয়ার জন্য মা জোর করলে আত্মহত্যা করে অভিনেত্রীর একমাত্র পুত্র সন্তান। আবাসনের এক প্রতিবেশীই অভিনেত্রীকে জানান, তাঁর ছেলে আত্মহত্যা করেছে।

Advertisment

ঘটনাস্থলে এসে দেখেন তাঁরই পুত্র সন্তান। কান্ডিভালি থানার সিনিয়ার ইন্সপেক্টর Ravi Adane জানিয়েছেন, 'এখনও পর্যন্ত আমাদের কাছে এমন কোনও তথ্যপ্রমাণ আসেনি যার ভিত্তিতে বলা যায় মৃত্যু অস্বাভাবিক। আত্মহত্যার সময় কোনও সাক্ষী যেহেতু নেই তই আমরা বিভিন্ন আঙ্গিকে ঘটনার তদন্ত করব।' ঘটনার এক সপ্তাহ পর মুখ খুললেন অভিনেত্রী। ছেলের আত্মহত্যার খবরের সত্যতা উড়িয়ে দিলেন।

আরও পড়ুন প্রাইভেট টিউশনে যাওয়ার জন্য মায়ের জারিজুরি, আত্মঘাতী অভিনেত্রীর ১৪ বছরের সন্তান

ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী রেশম টিপনিশ জানিয়েছেন, তঁর সন্তান সুস্থ রয়েছে ও বেঁচে আছে। এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানোর দায়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। মানবের মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছেন অভিনেত্রী। রেশম লিখেছেন, 'দয়া করে এই ভুয়ো খবর এড়িয়ে চলুন। আমার সন্তান মানবের মৃত্যুর মিথ্যা খবর ছড়ানো হয়েছে। মানব ভাল আছে, সুস্থ আছে। বাপ্পার আশীর্বাদ সঙ্গে রয়েছে। কে এই ভুল খবর ছড়াল খোঁজ পেলে অবশ্যই জানান।'

Advertisment

'বাজিগর', 'মেরে ইয়ার কি শাদি হ্যায়', 'দিওয়ানা ম্যায় দিওয়ানা' ও 'জয় হো'-তে রেশমের অভিনয় প্রশংসিত হয়েছিল। ১৯৯৩ সালে অভিনেতা সঞ্জীব শেঠের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। সেই সময় তঁর বয়স ছিল ২০ বছর। অভিনেত্রীর দুই সন্তান মানব ও ঋষিকা। ২০০৪ সালে আলাদা হয় দুজনের পথ। হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয়ের সুবাদে দর্শকের দরবারে পরিচিত মুখ রেশম টিপনিশ। ১৯৯৩ সালে অভিনয় কেরিয়ারের জার্নি শুরু। শাহরুখ খানের বাজিগর ছবিতে অঞ্জলি সিনহার ভূমিকায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে রেশমের ঝুলিতে রয়েছে বেশ কিছু হিট ছবি। 

আরও পড়ুন চারিদিকে ছড়ানো অশ্লীল ছবির মাঝেই চিরবিদায়! কী ভাবে অকাল মৃত্যু ২৮ বছরের প্রাপ্তবয়স্ক ছবির অভিনেত্রীর?

Entertainment News death news