Advertisment

Mamata Banerjee - Tollywood: 'মানে মানে গদি ছাড়ুন..', মুখ্যমন্ত্রীর 'উৎসবে ফিরুন' মন্তব্যে ধিক্কার মানসী-শ্রীলেখাদের

CM statement on Durga Puja: একমাস পার হতেই মুখ্যমন্ত্রী বললেন, উৎসবে ফিরুন। আর এটা শুনতেই রেগে আগুন বেশিরভাগ। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে টলিপাড়ার ধিক্কারও পরিষ্কার।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
manasi and sreelekha

CM Statement: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব অভিনেত্রীরা...

'একমাস হয়ে গিয়েছে, উৎসবে ফিরুন...', শেষ কিছু ঘণ্টায় এই একটাই কথা মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু, তাঁদের মুখে একটাই রব, উৎসবে এবার ফিরছি না। তাঁর পাশাপাশি এমনটাও তারা উল্লেখ করেছেন এবার পুজোতেও তিলোত্তমা প্রতিবাদে সরব থাকবে।

Advertisment

এত সহজে শোক ভুলে এগিয়ে যাওয়া যায়? এত সহজে মেয়েদের সঙ্গে হওয়া অত্যাচারের বিচার না চেয়ে নিজেকে সরিয়ে নেওয়া সম্ভব? সারা সমাজ মাধ্যম জুড়ে ঠিক এমনটাই রব। অভিনেত্রী অপরাজিতা জানিয়েছেন, এত সহজে শোক ভুলে তিনি এগিয়ে যেতে পারবেন না। তাঁর পাশাপাশি এবার আওয়াজ তুলেছেন শ্রীলেখা মিত্র থেকে মানসী সিনহা অনেকেই। দুই অভিনেত্রী সোজাসুজি যা বললেন...

আরও পড়ুন  -   Ananya Chatterjee: 'কেন্দ্রীয় পুরস্কার ফেরত দেবেন তো?' ব্রাত্য বসুকে স্পষ্ট উত্তর জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের

কী বলছেন দুই অভিনেত্রী? 

মানসী এই ঘটনায় ভীষণ স্তম্ভিত। রাগে গজগজ করছেন অভিনেত্রী। যেন ভাবতেই পারছেন না যে এমন কিছু বলতে পারেন একজন মুখ্যমন্ত্রী। তিন সমাজ মাধ্যমে লিখছেন..."মা' হওয়া নয় মুখের কথা! বল্লেন কি করে?? ছি:"

আরও পড়ুন  -   Aparajita Adhya: '১ মাস হয়ে গিয়েছে, উৎসবে ফিরুন..', মুখ্যমন্ত্রীর আবেদনেও শোক ভুলতে নারাজ অপরাজিতা...

অন্যদিকে রয়েছেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রী তো যেন শব্দের মাধ্যমে আগুনের গোলা বর্ষণ করছেন। এবার যে মন্তব্য তিনি রাখলেন, তাতে পরিষ্কার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন তিনি। তাঁর সঙ্গে এও বললেন...

"কি বলবেন বলুন এবার? এক মাসে বাবা মা তার মেয়ের ধর্ষণ হত্যা ভুলে যাক? মানুষ আপনাদের অন্যায় আবারও মেনে নিক? চাদাঁ আর ভাতায় সব চাপা পরে যাক? সেটি আর হচ্ছে না দিদি আপনি মানে মানে গদিটি ছাড়েন তারপর হবে আমাদের পুজো তিলোত্তমাদের পুজো । মানুষ আপনার পুজোর ফানুসে আর ভুলছেনা...." 

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ অনেকেই। যদিও বা দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সারাবছর বাঙালি অপেক্ষা করে থাকেন এই পুজোর এবং চারদিকের আনন্দের। কিন্তু, এবার এক অনন্য পুজোর সাক্ষী থাকবে কি রাজ্য? প্রশ্ন উঠছে এমনটাই।

Sreelekha Mitra Tollywood Actress tollywood Sreelekha Mitra FB Post Manasi sinha
Advertisment