আচমকাই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। সিনে জগতে পা রাখা মাত্রই, বেশি দিন আর নিজের প্রতিভা সকলের সামনে ধরে রাখতে পারলেন না। মলীন হাসিতে সকলকে ভুলিয়ে দেখেছিলেন এই অভিনেত্রী। অল্প বয়সেই যে ঈশ্বরের এতো পছন্দের পাত্রী হয়ে যাবেন কেউ যেন ধরতেই পারলেন না। না ফেরার দেশে অভিনেত্রী রোসা। সংগীত এবং নাট্যে উচ্চশিক্ষা, তাকে অভিনয় জীবনের দিকে চালিত করেছিল।
মঞ্চ কিংবা ক্যামেরার সামনে তার উপস্থিতি ছিল ভীষণ উজ্জ্বল। কিন্তু সে নাট্য মঞ্চস্থ করতে গিয়েই তার জীবন চলে গেল অকালে। বয়স হয়েছিল মাত্র উনিশ। ব্রিটিশ তরুণী রোসা টেইলার নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে সকলকে মুগ্ধ করেছিলেন। করশাম শহরে একটি লাইব্রেরীতে শিশুদের জন্য মঞ্চনাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছিলেন তিনি। আর সেখানে যাওয়ার পথেই ভয়ংকর ঘটনা। পথ দুর্ঘটনায় প্রাণ গেলে তাঁর। এমন আকষ্মিক মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে।
বিবিসি সূত্রে খবর, বেশ কিছুদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই তিনি ট্রাক সংঘর্ষের কারণে আর ফিরলেন না। দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ড এর উইল্টশায়ারের করশাম শহরে, এ৪ এবং বি৩১০৯ সড়কের ঠিক সংযোগস্থলে বহনকারী গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি ধাক্কাতে প্রাণ যায় রোসার। যদিও বা সেই দুর্ঘটনায় ট্রাক চালকের কিন্তু কিছুই হয়নি। এমনকি, অভিনেত্রীর পরিবার এই ঘটনায় মর্মাহত। তারা কোনমতেই মেনে নিতে পারছেন না এই ঘটনা। ১৯ বছরের প্রাণবন্ত মেয়েটা হঠাৎ করে এমন দুর্ঘটনায় চলে যাবে, এ যেন ভাবনার অতীত। প্রসঙ্গে রোসার মৃত্যুর পর বাবা জানিয়েছেন...
আমার মেয়েকে যারা চিনতেন, তারা সকলেই জানেন যে সে ভেতরে এবং বাইরে এক অপার সৌন্দর্যের মানুষ ছিলেন। সে ছিল এক উজ্জ্বলময় তারা। কিন্তু মাঝেমধ্যে সে নিভেও যেত। তার সঙ্গে যারা দেখা করেছে তারা প্রত্যেকেই জানেন, সে কেমন মানুষ ছিল।