দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর এক মন্তব্যে উত্তাল গোটা দেশ। ধর্মীয় সংঘাত এবং হিংসাত্মক পরিবেশ গত কয়েকদিন ধরে দেশে দেখা যাচ্ছে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে সাই পল্লবীর একটি মন্তব্য। আসন্ন ছবি বিরাট পারভম-এর প্রচারের জন্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেই বিতর্কিত মন্তব্যটি করেন তিনি। এই ছবিতে নকশালপন্থীর ভূমিকায় অভিনয় করছেন তিনি।
Advertisment
কী বলেছেন সাই পল্লবী?
দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, "কাশ্মীর ফাইলস ছবিতে দেখানো হয়েছে কী ভাবে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছিল। তাঁরা পালাতে বাধ্য হয়েছিলেন।"
তিনি আরও বলেন, "কিন্তু কোভিডের সময় সম্প্রতি একটি গাড়িতে গরু নিয়ে যাওয়া কিছু মুসলিম যুবককে আক্রমণ করা হয়েছিল। তাঁদের জোর করে জয় শ্রীরাম বলতে বলা হয়েছিল। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কী রইল? ওটা তখন হয়েছিল, এটা এখন হচ্ছে। পার্থক্য কী?"
এর পরই এই মন্তব্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সাই পল্লবীর অনুরাগীরা তাঁর সমর্থনই করেছেন। কিন্তু তাঁর মন্তব্যকে ঘিরে দুভাগে ভাগ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। রীতিমতো ট্রোলড হচ্ছেন সাই পল্লবী। অনেকেই আবার বিরাট পারভম অভিনেত্রীকে সমর্থন জানিয়ে গোরক্ষকদের কটাক্ষ করেছেন। অনেকে আবার কাশ্মীরি পণ্ডিতদের নির্যাতনকে লঘু করে দেখানোর অভিযোগ করেছেন সাই পল্লবীর বিরুদ্ধে।