/indian-express-bangla/media/media_files/2025/10/20/ahona-2025-10-20-13-36-13.png)
মেয়েকে নিয়ে যা যা বললেন তিনি...
Ahona Dutta-Kali Puja: আলোর উৎসব মানেই কি শব্দবাজি? নাকি সেই উৎসবে একটু হলেও সতর্ক হওয়া যায়? অন্তত যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে, বা সারমেয় আছে কিংবা পথ পশুরা, সব দিকেই কিন্তু খেয়াল রাখা মানুষের কর্তব্য। উৎসবের আনন্দ মানেই যে, অন্যকে কষ্ট দেওয়া একেবারেই উচিত নয়। খেয়াল করলে দেখা যাবে অভিনেত্রী অহনা দত্ত তাঁর ছোট্ট মেয়েটিকে নিয়ে এমনই বার্তা দিয়েছেন।
বর্তমানে তিনি এক কন্যা সন্তানের মা। মেয়ে মীরাকে নিয়েই পুজোর আনন্দ উপভোগ করতে ব্যাস্ত থাকেন তিনি। তবে, এই শ্যামা পুজোয় যে আলোর সঙ্গে সঙ্গে বাজির আওয়াজ বেশ কষ্ট দেয় সকলকে, সেকথা-ই সাফ জানালেন তিনি। মেয়েকে কোলে নিয়েই তিনি কী কী বলছেন? একরত্তি মীরার কাছে বেশ নতুন সবকিছু। মায়ের কোলে চড়ে সে দেখতে ব্যস্ত চারদিকের আলো।
অহনা, নতুন মা হিসেবে যেমন বাড়ির সন্তানদের কথা চিন্তা করেছেন, ঠিক তেমনই পথঘাটের চারপেয়েদের কোথাও চিন্তা করেছেন। তিনি বলছেন, সবাইকে শুভ দীপাবলি, শুভ কালীপুজো। সবার পুজো ভাল কাটুক, কিন্তু..." গতকাল থেকেই যে হারে আতসবাজি আর শব্দবাজির মাত্রা বেড়েছে, তাঁরপর থেকেই বাতাসে দূষণ বাড়ছে, কানে তালা লেগে যাওয়ার মত পরিস্থিতি অনেক জায়গাতেই।
অভিনেত্রী আরও বলছেন, যারা ছোট্ট প্রাণ আছে, তাঁদের কথা ভেবে শব্দবাজিটা একটু কম হোক। ওদের খুব কষ্ট হয়। আর যারা রাস্তার কুকুর-বিড়াল আছে, তাঁরাও যেন সুরক্ষিত থাকে। এগুলো একটু দেখবেন। এগুলো একটু মাথায় রেখে আনন্দ করুন। এটা আলোর উৎসব, আলো দিয়েই সেলিব্রেশন হোক।
Palash Muchhal: বলিউড ও ক্রিকেটের নতুন জুটি? স্মৃতি মান্ধানাকে নিয়ে মুখ খুললেন পলাশ মুচল
প্রসঙ্গে যখন তিনি কথাগুলো বলছেন, ঠিক তখন চারপাশে ভয়ঙ্কর বাজির শব্দ আসছে। আর যতবার আসছে ঠিক ততবার যেন, একটু হলেও কেঁপে উঠছে তাঁর মেয়ে। ফলেই সব মিলিয়ে এক অন্যরকম পরিস্থিতি।