/indian-express-bangla/media/media_files/2025/10/20/palash-2025-10-20-10-57-10.jpg)
তাহলে কি সত্যিই হচ্ছে বিয়ে?
Palash Muchhal - Smriti Mandhana: ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং সংগীত পরিচালক পলাশ মুচল-বলিউড ও ক্রিকেটের- এই দুই জগতের সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। সাম্প্রতিক এক অনুষ্ঠানে পলাশ নিজেই ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই স্মৃতি হতে চলেছেন “ইন্দোরের পুত্রবধূ”।
ইন্দোরের বাসিন্দা পলাশ অনুষ্ঠানে বলেন, “শিগগিরই তিনি (স্মৃতি) ইন্দোরের পুত্রবধূ হবেন। আমি আপনাদের খবর দিয়ে দিলাম।” যদিও বিয়ের তারিখ বা স্থান নিয়ে তিনি মুখ খোলেননি, তাঁর বক্তব্যেই জোরদার হয়েছে বহুদিন ধরে চলা সম্পর্কের গুঞ্জন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পলাশ ও স্মৃতির ঘনিষ্ঠতার বহু ছবি ভাইরাল হয়েছে। প্রায়ই তারা একে অপরের পোস্টে মন্তব্য করেন। বা একসঙ্গে দেখা যায় তাঁদের। পালকের বিয়েতে স্মৃতির উপস্থিতি যেন নানা গল্প বলে দিয়েছিল।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা, সম্প্রতি ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত আইসিসি মহিলা বিশ্বকাপের ওয়ানডে ম্যাচে অংশ নেন। সেই উপলক্ষে পলাশ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানাকে আমার শুভেচ্ছা রইল। আমরা চাই ভারতীয় দল প্রতিটি ম্যাচে জিতুক এবং দেশের গৌরব বাড়াক।”
এর আগেও, পলাশ ইনস্টাগ্রামে স্মৃতির জন্মদিনে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন- “তুমি আমার শান্তি, আমার সবচেয়ে বড় চিয়ারলিডার এবং মাঠের ভেতরে-বাইরে আমার পরিচিত সবচেয়ে অনুপ্রেরণামূলক একজন। চাপের মধ্যে করুণা কেমন হতে পারে, তা তুমি আমায় শিখিয়েছ।”
Zaira Wasim: ১৯ বছরেই বলিউডকে বিদায়, চুপিসারে বিয়ে, এই অভিনেত্রীর ত্যাগে ভরা জীবন চমকে দেবে
সুরকার হিসেবে পলাশ বহু জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ভূতনাথ রিটার্নস, দিশকিয়াঁও এবং অমিত সাহনি কি লিস্ট। তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে রয়েছে ‘পার্টি তো বন্তি হ্যায়’, ‘তু হি হ্যায় আশিকি’, এবং ‘হোয়াট দ্য ফারক’। পাশাপাশি, তিনি অভিষেক বচ্চন ও দীপিকা পাড়ুকোন অভিনীত আশুতোষ গোয়ারিকরের, 'খেলে হাম জি জান সে' ছবিতেও অভিনয় করেছিলেন।
বর্তমানে পলাশ তাঁর পরিচালনায় নির্মিত নতুন চলচ্চিত্র ‘রাজু বাজেওয়ালা’ নিয়ে ব্যস্ত, যেখানে অভিকা গোর ও চন্দন রায় মুখ্য ভূমিকায় রয়েছেন।