/indian-express-bangla/media/media_files/2025/10/20/kli-puja-2025-10-20-11-59-38.png)
কী কী বলছেন তারকারা?
Mimi and Swastika-Kali Puja: আজ শ্যামা আরাধনায় মেতে উঠবে সারা বাংলা। অন্ধকারের কালিমা ঘুচিয়ে সে আসবে অসুরের বিনাশ করতে। আর তাঁর সঙ্গে সঙ্গেই আলোর উৎসব। গতকাল থেকেই দেখা গিয়েছে চারিদিকে আতসবাজি এবং শব্দবাজির চূড়ান্ত ব্যবহার। আর তাতেই চারপেয়ে সারমেয়দের সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চাদের যে বেজায় অসুবিধা হচ্ছে, সেকথা বলতেই হয়।
অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি নিজেই কিছুদিন আগে বার্তা দিয়েছিলেন, যেন প্রত্যেকেই খুব সচেতন এবং সতর্ক হয়ে কাজ করেন। তবে, সত্যিই কি সেই দিকে নজর দেওয়া হচ্ছে? মিমির বাড়িতে তিনটি সারমেয় সন্তান রয়েছে। এবং তাঁদের শান্ত রাখতেই যে মিমি নানা কাজ করছেন, নানা পন্থা অবলম্বন করছেন এও বলতে হয়। নিজের সমাজ মাধ্যমে সেই চিত্রই দেখালেন তিনি।
মিমি তাঁর বাচ্চাদের যত্নে রাখার জন্য় এবং শান্ত রাখার জন্য, বেশ কিছু কাজ করছেন? তাঁদের জন্য সুদিং মিউজিক বাজাচ্ছেন তিনি। এছাড়াও, তাঁদের খেয়াল রাখছেন তিনি। বেশ কিছু ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, তাঁর জাদু-কে শাড়ি পড়ানোর চেষ্টা করছেন তিনি। কিন্তু ব্যর্থ হচ্ছেন। এমনকি, এও দেখা যাচ্ছে তাঁকে সাজানোর চেষ্টা করলেও লজ্জায় তাঁর মুখ লোকাচ্ছে। কিন্তু, মিমি যেহেতু মা, তাই এই চেষ্টা তাঁকে করতেই হবে। তারপর?
মিমির সব উৎসব কাটে এভাবেই। তাঁর বন্ধু-বান্ধব ছাড়াও, এই চারপেয়ে বাচ্চারা তাঁর সঙ্গে উৎসবে মাতেন। মিমি সেজেগুজে আলোর উৎসবে মেতেছেন। আর তাঁর ছানাদের সাজানোয় ব্যস্ত হয়ে পড়েছেন। এই দৃশ্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল। যদিও মিমি একা নন, লাদের বাজির হাত থেকে বাঁচাতে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন, স্বস্তিকা মুখুজ্জে নিজেও।
তিনি তাঁর সমাজ মাধ্যমে শেয়ার করেছেন বেশ কিছু তথ্য। নানা এলাকায় যেখানে যেখানে এই নির্দিষ্ট দিনে বাজি দিয়েই অত্যাচার করা হয় সারমেয়দের, সেখানে তাঁদের বাঁচাতেই নেমে পড়েছেন একদল। তাঁরা সাফ জানিয়েছেন, এমন কিছু ঘটনা ঘটলে, সোজাসুজি আইনি পদক্ষেপ নেওয়া হবে।