Akshay Kumar-Saif Ali Khan: ১৭ বছর পর জমজমাট অ্যাকশনে পর্দা কাঁপাতে তৈরি খিলাড়ি-আনাড়ি! কোন ছবিতে জুটি বাঁধছেন সইফ-অক্ষয়?

Akshay Kumar-Saif Ali Khan Reunite: নয়ের দশকের নস্ট্যালজিয়া উসকে ফের জুটি বাঁধছেন সইফ আলি খান ও অক্ষয় কুমার। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট মোতাবেক, পরিচালক প্রিয়দর্শনের থ্রিলার ছবিতে নতুন মোড়কে ফিরছে পুরনো জুটি। জানা যাচ্ছে, ২০২৬-এ শুরু হব সিনেমার শুটিং।

Akshay Kumar-Saif Ali Khan Reunite: নয়ের দশকের নস্ট্যালজিয়া উসকে ফের জুটি বাঁধছেন সইফ আলি খান ও অক্ষয় কুমার। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট মোতাবেক, পরিচালক প্রিয়দর্শনের থ্রিলার ছবিতে নতুন মোড়কে ফিরছে পুরনো জুটি। জানা যাচ্ছে, ২০২৬-এ শুরু হব সিনেমার শুটিং।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
কোন ছবিতে জুটি বাঁধছেন সইফ-অক্ষয়?

কোন ছবিতে জুটি বাঁধছেন সইফ-অক্ষয়?

Actor Reunite After 17 Years: সালটা ছিল ২০০৮। ওই বছর মুক্তি পেয়েছিল Tashan। এই ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছে সইফ আলি খান ও অক্ষয় কুমারকে। মাঝে কেটে গিয়েছে ১৭ বছর। নয়ের দশকের সুপাহিট মুভি Yeh Dillagi থেকে Main Khiladi Tu Anari, Tu Chor Main Sipahi আর Keemat-এর মতো প্রতিটি ছবিতে সইফ-আক্কি জুটি সুপারহিট। দীর্ঘ ১৭ বছর পর ফের পর্দা কাঁপাতে আসছেন খিলাড়ি-আনারি। হিন্দুস্থান টাইমসের রিপোর্ট মোতাবেক, পরিচালক প্রিয়দর্শনের থ্রিলার ছবিতে নতুন মোড়কে ফিরছে পুরনো জুটি। জানা যাচ্ছে, ২০২৬-এ শুরু হব সিনেমার শুটিং। সইফ-আক্কির যুগলবন্দি আপকামিং ছবি প্রসঙ্গে আরও জানা যাচ্ছে, জমজমাট অ্যাকশন মুখর ছবি বানাবেন প্রিয়দর্শন। 

Advertisment

অক্ষয় ও সইফ একে অপরের সঙ্গে কাজ করতে পছন্দ করেন। স্ক্রিপ্ট পড়ার সময়ই নাকি পরস্পরের মনের কথা বুঝে গিয়েছিলেন যে তাঁদের রিইউনিয়ন হতে চলেছে। সইফ আলি খান ও অক্ষয় কুমারের গ্র্যান্ড কামব্যাকের কানাঘুষোয় উচ্ছ্বসিত জুটির ভক্তরা। সিলভার স্ক্রিনে ফের নয়ের দশকের সেই ফ্লেভার পাওয়া যাবে বলেই আশাবাদী সিনেপ্রেমীরা। প্রসঙ্গত, এই মুহূর্তে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে ভূত বাংলো ছবির শুটিং শুটিং করছেন বলিউডের খিলাড়ি। এই ছবির মাধ্যমে ১৪ বছর পর পরিচালক-অভিনেতা জুটির ফের যুগলবন্দি। অক্ষয় ও প্রিয়দর্শন একসঙ্গে কাজ করেছিলেন Hera Pheri 3-এ। খুশি জাহির করে আক্কি সংবাদমাধ্যমকে বলেছিলেন,  Hera Pheri 3 প্রিয়দর্শনের সেরা নির্দেশনা। আশা করি ২০২৫-টাও আমাদের ভালই কাটবে। 

আরও পড়ুন: চোখে-মুখে কালি-হাতে স্যালাইনের চ্যানেল! তড়িঘড়ি কেন হাসপাতালে ছুটেছেন জনপ্রিয় অভিনেত্রী?

Advertisment

অক্ষয় কুমার অভিনীত শেষ ছবি কেশরি ২। বক্স অফিসে বেশ ভালই সাড়া ফেলেছে ছবিটি। লাগাতার ফ্লপের জেরে আক্কির কেরিয়ারে ভরাডুবি। সে কথা অবশ্য সংবাদমাধ্যমের সামনেও অকপটে স্বীকার করেছেন অভিনেতা। কেশরি ২-এর হাত ধরে কালো মেগের ঘটঘটা সরিয়ে যেন খানিকটা আশার আলো দেখছেন অক্ষয় কুমার। অন্যদিকে সইফ আলি খানের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি "জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সইফের সিনেমা। কিন্তু, দর্শকের মনে দাগ কাটতে পারেনি ছবিটি। প্রিয়দর্শনের নির্দেশনায় সইফ-আক্কির যুগলবন্দির নতুন দৃষ্টান্তের অপেক্ষায় হিন্দি ছবির দর্শক। 

আরও পড়ুন:  শুক্তো থেকে মাছের কালিয়া লুচি দিয়ে কষা মাংস জাস্ট ফাটাফাটি, কলকাতার মানুষ তো আরও ভাল: সৌরভ শুক্লা

bollywood Akshay Kumar bollywood movie saif ali khan Bollywood Actor