Advertisment
Presenting Partner
Desktop GIF

Bhagam Bhag 2: ১৮ বছর পর এক ফ্রেমে অক্ষয়-গোবিন্দা-পরেশ, কোন ছবিতে দেখা যাবে তিন মূর্তিকে?

Bhagam Bhag Sequel: ১৮ বছর পর বড় পর্দায় ফের দেখা যাবে অক্ষয়, গোবিন্দা ও পরেশ রাওয়ালের খুনসুটি। আসছে 'ভাগম ভাগ ২'। দম ফাটা হাসির গল্পের কামব্যাকের খবরে খুশির হাওয়া সিনেপ্রেমীদের মধ্যে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Bhagam Bhag 2: ১৮ বছর পর এক ফ্রেমে অক্ষয়-গোবিন্দা-পরেশ

Akshay Kumar, Govinda and Paresh Rawal: ১৮ বছর পর এক ফ্রেমে অক্ষয়-গোবিন্দা-পরেশ

Bhagam Bhag 2, Akshay Kumar Reunite with Govinda and Paresh Rawal: বছর ১৮ পর...। বড় পর্দায় ফিরছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, কমেডি কিং গোবিন্দা এবং অভিনেতা পরেশ রাওয়ালের অন স্ক্রিন রসায়ন। সৌজন্যে 'ভাগম ভাগ ২'।

Advertisment

ট্রায়োর এই নতুন রসায়ন যে দর্শকের মুখে হাসি ফোটাবে তা খানিক আন্দাজ করাই যায়। দম ফাটা হাসির গল্পের কামব্যাকের খবরে খুশির হাওয়া সিনেপ্রেমীদের মধ্যে। তবে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শককে। সূত্রের খবর, এই ছবির সত্ত্ব কিনেছেন অক্ষয় কুমার। ২০২৫ থেকেই শুরু হবে সিনেমার শ্যুটিং। ২০০৬ সালে বিগ স্ক্রিনে মুক্তি পেয়েছিল 'ভাগম ভাগ'। হাস্য কৌতুকে ভরপুর অক্ষয়, গোবিন্দা ও পরেশের অভিনয় দর্শককে বিনোদন দিয়েছিল 'হান্ড্রেড পার্সেন্ট' । আরও একবার কমেডি মুভির স্বাদ আস্বাদনের অপেক্ষায় দর্শক।

বক্স অফিসে ছবিটি মোটামুটি ভালই ব্যবসা করেছিল। ট্রায়োর নতুন কামাল দেখার জন্য ভক্তরাও দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। হিট ছবির সিক্যোয়েল দেখতে মুখিয়ে থাকে দর্শক। তাই 'ভাগম ভাগ ২' -এর খবরে স্বাভাবিকভাবেই খুশি এই জুটির ভক্তরা। দীর্ঘ ১৮ বছর পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। এখন শুধু অপেক্ষা ছবির শ্যুটিং শুরুর। 'পিঙ্কভিলা'-র রিপোর্ট মোতাবেক, নতুন ছবির প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন 'আমাদের অনুশোচনা হয় এখন...', করণের সঙ্গে বন্ধুত্ব ফ্যাসাদে ফেলল রানী-করিনাকে?

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে ২০২৫-এ শ্যুটিং শুরু হবে আর ছবি মুক্তি পাবে ২০২৬-এ।  সম্প্রতি অক্ষয় কুমারকে দেখা গিয়েছে 'সিংহম এগেইন'-এ। তবে বক্স অফিসে সেভাবে আসর জমাতে পারেনি রোহিত শেট্টির এই নতুন ছবি। 

আরও পড়ুন রাহার জন্মদিনে জঙ্গল থিমের কেক, রণবীর-আলিয়ার বিলাসবহুল পার্টিতে যা যা হল, দেখুন ছবি...

অক্ষয়ের হাতে রয়েছে বেশ কিছু ছবি। যার মধ্যে রয়েছে 'হাউজফুল ৫', 'ওয়েলকাম টু দ্য জঙ্গল', 'স্কাই ফোর্স', 'ভূত বাংলা' ও 'জলি এলএলবি ৩'। উল্লখ্য, সাম্প্রতিককালে অক্ষয় অভিনীত প্রায় সব ছবিই বক্স অফিসে ডাহা ফেল। সেই কথা অবশ্য সাংবাদিক সম্মলনে নিজেও স্বীকার করে নিয়েছেন বলিউডের খিলাড়ি। গোবিন্দা, পরেশকে সঙ্গে নিয়ে 'ভাগম ভাগ ২' -এ আক্কির ভাগ্যে শিঁকে ছেঁড়ে কিনা এখন সেটাই দেখার।

Paresh Rawal Govinda Entertainment News Today bollywood Bollywood News entertainment Akshay Kumar Entertainment News
Advertisment