Actor Death: ৩৬-এ সব শেষ! উদ্ধার 'তারক মেহতা কা উলটা চশমা' খ্যাত জনপ্রিয় অভিনেতার দেহ

Actor Death News: তারক মেহতা কা উলটা চশমা, ক্রাইম পেট্রোল সহ একাধিক মেগায় কাজ করেছেন। আচমকাই নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে কারণ এখনও জানা যায়নি।

Actor Death News: তারক মেহতা কা উলটা চশমা, ক্রাইম পেট্রোল সহ একাধিক মেগায় কাজ করেছেন। আচমকাই নিজের জীবন শেষ করে দিলেন অভিনেতা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি আত্মহত্যার ঘটনা। তবে কারণ এখনও জানা যায়নি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ঝুলন্ত অবস্থায় উদ্ধার অভিনেতার দেহ

ঝুলন্ত অবস্থায় উদ্ধার অভিনেতার দেহ

Actor Dies By Suicide: বিনোজন জগতে একের পর এক দুঃসংবাদ। শনিবার প্রয়াত হন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো ভাবিজি ঘর পর হ্যায় খ্যাত অঙ্গুরি ভাবি ওরফে শুভাঙ্গি আত্রের প্রাক্তন স্বামী পীযুষ পোরে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। কয়েক ঘণ্টার মধ্যে ফের মৃত্যু সংবাদ। কমেডি শো তারক মেহতা কা উলটা চশমা, ক্রাইম পেট্রোল খ্যাত অভিনেতা Lalit Manchanda-র অকাল মৃত্যু। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা। ২১ এপ্রিল সোমবার উত্তরপ্রদেশে মিরুটের বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ৩৬ বছর বয়সী ললিতের নিথর দেহ। ময়নাতদন্তের জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহের পাশে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। কোনও তৃতীয় ব্যক্তি এই ঘটনায় যুক্ত নেই বলেই অনুমান পুলিশের।

Advertisment

আরও পড়ুন: চিতাতেই বিলীন হাসি! নববর্ষের আগে সকলকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা, শোকস্তব্ধ সিনেমহল

তদন্তের স্বার্থে পুলিশ ললিতের পরিবার ও কাছের বন্ধুদের সঙ্গে কথা বলছে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সাম্প্রতিককালে তাঁর জীবনে কী ঘটেছিল বা কোনও মানসিক অশান্তিতে ছিলেন কিনা সেই সব বিষয়গুলো খুঁটিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, অভিনেতার কাছের মানুষজন দাবি করেছেন, বিগত বেশ কয়েকমাস মানসিক চাপে ছিলেন। সেই সঙ্গে ব্যক্তিগতজীবনেও বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। মঙ্গলবার CINTAA -এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর মৃত্যুর খবর শেয়ার করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ২০১২ সাল থেকে তিনি CINTAA -এর সদস্য ছিলেন। 

Advertisment

আরও পড়ুন: 'আমাদেরকেও একদিন চলে যেতে হবে', মনোজের দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অরুণা ইরানি

প্রয়াত অভিনেতা ললিত শুধু টেলিভিশনেরই জনপ্রিয় অভিনেতা ছিলেন না, বেশ কিছু বলিউডের ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ওয়েব সিরিজেও কাজ করেছেন। তবে তারক মেহতা কা উলটা চশমা, ডিডি ন্যাশনালে Sevanchal Ki Premkatha-এর মতো শোগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও ক্রাইম পেট্রোল, ইয়ে রিস্তা ক্যায়া কেহলতা হ্যায় সহ আরও অনেক পপুলার শোয়ে তাঁর অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।  Lalit Manchanda-র মৃত্যুর খবরে শোকের ছায়া ভক্তমহলে। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন অনুরাগীরা। 

hindi serial Hindi language Bollywood Actor Hindi Television Bollywood News