Dil Chahta Hai 2: ২০০১ সালে মুক্তি পেয়েছিল ফারহান আখতারের ছবি 'দিল চাহতা হ্যায়;। বলিউডের এই ছবি যেমন গুরুত্বপূর্ণ ছিল সইফ-আমির এবং অক্ষয় খন্নার অভিনেতা জীবনের জন্য, তেমনই বলিউডি বাণিজ্যিক ছবির জগতে নতুন ট্রেন্ড সেট করেছিল এই ছবি। মিলেনিয়াল জেনারেশন এখনও এতটাই উচ্ছ্বসিত এই ছবি নিয়ে যে সিকোয়েল হলে তা সুপারহিট হবে বলেই ধারণা। কিন্তু সিকোয়েল নিয়ে কি সত্যি কোনও ভাবনাচিন্তা চলছে? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন অক্ষয় খন্না।
মিস মালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে একটি সেশনে অক্ষয় খন্না জানিয়েছেন যে সিকোয়েল নিয়ে ভাবনাটা একেবারেই যে নেই তা নয়। তিনি বলেন, ''আমি ফারহানকে সব সময় বলে এসেছি যে আমাদের পঞ্চাশ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তার পরে 'দিল চাহতা হ্যায় ২' বানিও। তখন সত্যিই মজার কিছু একটা তৈরি হবে। ১০-১৫ বছর পরে সিকোয়েল এলে সেই মজাটা পাওয়া যাবে না। এখন আমির পঞ্চাশ পেরিয়ে গিয়েছে, সইফও খুব তাড়াতাড়ি পঞ্চাশ পেরোবে আর আমি আর একটু বেশি সময় নেব পঞ্চাশ পার করতে। তার পরে দেখা যাক!''
সিকোয়েল যে হতে পারে সেই জল্পনা রয়েছে অনেক দিন থেকেই
আরও পড়ুন: মোদী ও অমিত শাহকে নিয়ে বিতর্কিত ভিডিও! টুইটার থেকে বহিষ্কৃত গায়িকা
অক্ষয়ের কথায় এইটুকু স্পষ্ট যে 'দিল চাহতা হ্যায় ২' নিয়ে একটা পরিকল্পনা রয়েছে এবং অতীতেও এই নিয়ে ফারহানের সঙ্গে কথা হয়েছে অক্ষয় খন্না ও অন্যান্যদের। এটা এমন একটা ছবি যা সময়কে পার করে যায়। ১৮ বছর পরেও ছবিটি ততটাই প্রাসঙ্গিক, যতটা ছিল নতুন মিলেনিয়ামের দ্বিতীয় বছরে। বলিউডি ছবির জগতে নিঃসন্দেহে একটি কাল্ট ছবি 'দিল চাহতা হ্যায়' যা একদিকে মিলেনিয়ালদের ভঙ্গুর দিকটাও তুলে ধরে, পাশাপাশি নতুন প্রজন্মের মূল্যবোধের কথাও বলে।
আরও পড়ুন: টলি থেকে বলিউডে পাড়ি রুদ্রনীলের
আশা করা যায়, ফারহান ইতিমধ্যেই কিছুটা ভেবেছেন সিকোয়েলটি নিয়ে। বাকি ভাবনাটা হয়তো তিন অভিনেতা পঞ্চাশ পেরোলে সম্পূর্ণ আকার পাবে। আরও ২-তিন বছর পরে হয়তো কাজ শুরু হবে এই ছবির। দর্শক না হয় ততদিন একটু ধৈর্য ধরবেন। ভাল কিছু দেখার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে।