Bollywood Singer Breakup: মুসলিম হওয়ার খেসারত দিতে হল গায়ককে! সম্পর্ক নিয়ে মুখ খুললেন অমাল মালিক

Amaal Malik Ex Girlfriend: ইসলাম ধর্মের জন্য মুখ ফিরিয়ে নেন প্রেমিকা। জীবনের এই কঠিন সত্য নিজেই জানালেন সংগীতশিল্পী অমাল মালিক। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে?

Amaal Malik Ex Girlfriend: ইসলাম ধর্মের জন্য মুখ ফিরিয়ে নেন প্রেমিকা। জীবনের এই কঠিন সত্য নিজেই জানালেন সংগীতশিল্পী অমাল মালিক। ঠিক কী ঘটেছিল তাঁর সঙ্গে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মুসলিম হওয়াই কাল হল অমালের!

Amaal Malik: পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ব্যক্তিগতজীবনের সংগ্রাম নিয়েও মুখ খোলেন গায়ক  অমাল মালিক। ভাই আরমান মালিকের সঙ্গে মা-বাবার ক্রমাগত আরমানের তুলনা করতেন। যার জেরেই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। এছাড়াও প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরও জীবনে চরম হতাশা তৈরি হয়েছিল। প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের নেপথ্যে ছিল তাঁর ধর্ম।

Advertisment

 ইসলাম ধর্মাবোলম্বী হওয়ার জন্যই প্রেম ভেঙেছিল  অমাল মালিকের। সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনে ব্যক্তিগতজীবন নিয়ে প্রথমবার কথা বললেন আমল মালিক। পুরনো সম্পর্ক-প্রাক্তন প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন গায়ক। কী কারণে সম্পর্ক ভেঙেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন অমাল।

আরও পড়ুন সুখী দাম্পত্যের জন্য মেয়েকে কী মন্ত্র দিয়েছিলেন তারকা মম শর্মিলা? ফাঁস করলেন সোহা

Advertisment

সিদ্ধার্থ কাননকে বলেন, 'প্রথমবার আমি প্রেমের কথা প্রকাশ্যে আলোচনা করছি। তবে আমার মনে হয় এটা কথা বলার উপযুক্ত সময়।' ঘটনাটা ঘটেছিল যখন সন্দীপ রেড্ডি ভঙ্গার কবীর সিং-এ কাজ করছিলেন। অমালের সংযোজন, 'কবীর সিং-এ কাজ করাটা আমার জীবনের অম্যতম খারাপ একটা সময়। সেই সময়ই মন ভেঙেছিল। ব্যক্তিগতজীবন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছিল। যাঁর সঙ্গে আমি সম্পর্কে ছিলাম সে আমাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হয়ে যান।' 

আরও বলেন, 'আমরা ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত সম্পর্কে ছিলাম। কিন্তু, ওঁর বাবা-মা আমার কেরিয়র-ধর্মের বিরুদ্ধে ছিলেন। সংগীতজগৎ-এর কোনও মানুষের সঙ্গে ওঁরা মেয়ের জীবন জড়াতে নারাজ ছিলেন। আমি যখন একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম তখন আমাকে ফোন করে বলেছিলেন, তাঁর বিয়ে হচ্ছে। তবে যদি আমি যাই তাহলে আমার সঙ্গে পালিয়ে আসব। কিন্তু, সোই সময় আমার মধ্যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের শাহরুখ খান জেগে উঠেছিল। আমি বলেছিলাম আপনার মা-বাবা যখন আমার কেরিয়ার-ধর্মের বিরুদ্ধে তখন এটা করার দরকার নেই। ভবিষ্যৎ-এর জন্য শুভকামনা রইল।'

আরও পড়ুন চুপিসারে সিঙ্গল টু মিঙ্গল, গোপনে কেন বিয়ের সিদ্ধান্ত জনপ্রিয় টেলি অভিনেত্রী রূপালির?

সম্পর্ক ভাঙার পর মনের উপর গভীর প্রভাব পড়েছিল। অমালের কথায়, 'মানুষভাবে আমি মুসলিম। আমার বাবা মুসলিম কিন্তু মা হিন্দু। আমরা প্রত্যেকেই আধ্যাত্মিক মানুষ। কেউই কট্টর নই, ভগবানকে ভয় করি এমনটাও নয়। ওঁর বাবা-মা আমাকে সবসময় এটাই বোঝাতে চাইতেন যে আমি মুসলিম। ধর্ম নিয়ে কোনওদিনই মাতামাতি করি না, আমি কর্মে বিশ্বাসী। সব ধর্মকে শ্রদ্ধা করি।'

Bollywood News Amaal Malik