Rupali Rai Bhattacharya Marriage: একের পর এক যখন বিচ্ছেদের খবর, তখন টলিপাড়ায় বাজল বিয়ের সানাই। সই বিয়ের মাধ্যমে 'প্রিয় বন্ধু'-র সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হলেন বাংলা মেগার জনপ্রিয় অভিনেত্রী রূপালি রাই ভট্টাচার্য। শনিবার একপ্রকার চুপিসারেই মনের মানুষ দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন টেলি অভিনেত্রী। শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদানের মাধ্যমে বাঙালি রীতি মেনেই শুরু হল রূপালি-দেবাঙ্কর নতুন জীবন। নববধূ রূপালির পরণে গাঢ় গোলাপি বেনারসি, গা ভর্তি গয়না, কপালে চন্দনের কারুকার্য আর সিঁথিতে উজ্জ্বল সিঁদুর। শনিবার সোশ্যাল মিডিয়ায় গভীররাতে কনের সাজে রূপালির ছবি দেখে বিস্মিত অভিনেত্রীর অনুরাগীরা।
আরও পড়ুন দাম্পত্যের একবছর পেরনোর আগেই দ্বিতীয় বিয়ে, ছবি পোস্ট করে কী জানালেন পরিচালক কন্যা?
টেলিপাড়াও ছবি দেখে হতবাক। ঘুণাক্ষরেও কাউকে কিছু টের পেতে দেননি রূপালি। হাল ফ্যাশনের প্রি-ওয়েডিং শুটের কোনও ছবি বা ভিডিও-ও পোস্ট করেননি। সেলিব্রিটিদের বিয়ে নিয়ে সধারণ মানুষের একটা আলাদা আগ্রহ আগে। সাজসজ্জা থেকে বিয়ের মেনু সবটাই উঠে আসে পেজ ৩-র খবরে। ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হয়েও কেন বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেন অভিনেত্রী?
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রূপালি বলেন, 'আসলে বিয়েটা আমার ব্যক্তিগতজীবনের একটা অংশ। ব্যক্তিগত জীবনকে আমি লাইমলাইটে আনতে খুব একটা পছন্দ করি না। তাই চেয়েছিলাম বিয়ের মুহূর্তটাও প্রাইভেটই থাক।' আরও যোগ করেন, 'দেবাঙ্কর পরিবার তো অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত নয়। তাই চেয়েছিলাম জীবনের এই বিশেষ দিনটায় অভিনত্রী তকমাটা দূরে রেখে তাঁরাও আমাকে রক্তমাংসের মানুষ হিসেবে কাছে টেনে নিক। আমরা দুজনেই চেয়েছিলাম এই দিনটায় পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ মজা করে কাটাব। ইন্ডাস্ট্রির বন্দুরাও এসেছিলেন। সকলের সঙ্গে দিনটা বেশ ভালই কাটল।'
আরও পড়ুন 'সকালেও জানতাম না সেদিন আমার...', কী ভাবে পরাগের সঙ্গে বিয়ে হয়েছিল 'কাঁটা লাগা' গার্ল শেফালির?
দেবাঙ্কর সঙ্গে কতদিনের পরিচয় রূপালির? অভিনেত্রী জানান, 'আমাদের ছ'বছরের বন্ধুত্ব। প্রথমেই যে প্রেম-বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এমনটা নয়। পরস্পরকে যখন ভাল করে চিনেছি তখন দুজনেরই মনে হয়েছে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা স্বামী-স্ত্রীর আগেও খুব ভাল বন্ধু।' রূপালি রাই ভট্টাচার্যের শ্বশুরবাড়ি কাঁকিনাড়া। মঙ্গলবার থেকে দুজনেই পুরনো ছন্দে ফিরবেন।
আরও পড়ুন সই বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে মন খারাপ 'রাঙা বউ' শ্রুতির, কেন আড়ম্বরহীন জীবনের বিশেষ দিন?