Advertisment
Presenting Partner
Desktop GIF

Ambarish Bhattacharya : হিন্দি সিরিয়ালে বাঙালি চরিত্রে অম্বরীশ? চর্চার মাঝে মুখ খুললেন অভিনেতা

Ambarish Hindi Mega : হিন্দি মেগায় কাজ করবেন অম্বরীশ? ইন্ডাস্ট্রির অন্দরে জোড় জল্পনা। এই প্রসঙ্গে কী বললেন বাংলার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য?

author-image
Kasturi Kundu
New Update
Ambarish Bhattacharyya on his new role for Raktabeej

হিন্দি মেগায় কাজ করবেন অম্বরীশ?

Ambarish Hindi Serial : বাংলা সিনেমা-সিরিয়ালের গণ্ডি পেরিয়ে মুম্বইয়ে পায়ের তলার মাটি শক্ত করেছেন বাঙালি শিল্পীরা। সেই তালিকায় নাম রয়েছে অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কৌতুক শিল্পী হিসেবে যেমন দর্শকের দিল জিতে নেন, তেমনই আবার সিরিয়াস চরিত্রেও তাঁর জুড়ি মেলা ভার। অমিতাভের সঙ্গে বিজ্ঞাপনী ছবিতে অম্বরীশের উজ্জ্বল উপস্থিতির সাক্ষী থেকেছে দর্শক। এছাড়াও হিন্দি বিজ্ঞাপনেরও মুখ হয়েছেন তিনি। এই মুহূর্তে টলিপাড়ার কানাঘুষো, এবার হিন্দি মেগায় বাঙালি অভিনেতার চরিত্রে ছোট পর্দার দর্শকের দরবারে ধরা দিতে আসছেন অম্বরীশ ভট্টাচার্য। হিন্দি মেগায় অম্বরীশের অভিনয় নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয়।

Advertisment

অম্বরিশ এই খবরের সত্যতা অস্বীকার করে বলেন, 'এগুলো সবই রটনা। সম্পূর্ণ ভুয়ো খবর। আমি কোনও হিন্দি মেগায় কাজ করছি না।' এদিকে ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, হিন্দি সিরায়ালে কাজের প্রস্তাব পেয়েছেন অম্বরীশ। সেই ধারাবাহিকের পাইলট শ্যুটিংও হয়ে গিয়েছে। সেখানে অম্বরীশ ভট্টাচার্য নিজেও উপস্থিত ছিলেন।

একটি বিজ্ঞাপনী ছবির পরিচালকের তরফেই অম্বরীশের কাছে ধারাবাহিকের প্রস্তাব আসে বলে খবর। চরিত্রটি একজন বাঙালির। সেই জন্যই নির্মাতারা অম্বরীশকে নির্বাচন করেছেন। কিন্তু, অভিনেতা এখনও পর্যন্ত এই খবরে সিলমোহর দিলেন না। 

প্রসঙ্গত, চলতি মাসে এই ধারাবাহিকের কিছুটা অংশের শুটিং হওয়ার কথা। নামকরণও এখনও চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, কাস্টিং চূড়ান্ত হলেই ধারাবাহিকের শুটিং শুরু হবে। উল্লেখ্য, এই মুহূ্র্তে রোশনাই ধারাবাহিকে কাজ করছেন অম্বরীশ।

আরও পড়ুন : 'একের পর এক ইঞ্জেকশন... অসহ্য যন্ত্রণা', শ্যুটিং শেষেই তড়ঘড়ি হাসপাতালে মধুরিমা! কেমন আছেন অভিনেত্রী?

হিন্দি মেগায় তাঁকে দেখা যাওয়ার জল্পনা সত্যি হয় কিনা সে তো সময় বলবে। যদিও অভিনেতার দাবি তিনি হিন্দি মেগায় কাজ করছেন না। খড়কুটো ধারাবাহিকে 'পটকা'-র চরিত্রে অম্বরীশের অভিনয় ছোট পর্দার দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয়েছিল। 

Bengali Serial Bengali Film Industry Bengali Cinema Bengali Film Bengali Actor
Advertisment