/indian-express-bangla/media/media_files/2024/12/02/FOwmrrB3NcNBXXc7hk2t.jpg)
শ্যুটিং শেষেই তড়ঘড়ি হাসপাতালে মধুরিমা!
Madhurima Gynecological problem : বাংলা ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ মধুরিমা চক্রবর্তী। সিরিয়ালের পাশাপাশি সিরিজেও তাঁর জুরি মেলা বার। এই মুহূর্তে 'রাঙামতি তীরন্দাজ'-এ অভিনয় করছেন মধুরিমা। কিন্তু, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি অভিনেত্রী। সোমবার সকালেই ইনস্টাগ্রামে একটি মনখারাপি পোস্ট মধুরিমার। যা দেখে অভিনেত্রীর অনুরাগীদের মন খারাপ।
গায়ে কম্বল দিয়ে হাসপাতালের বিছানায় বসে আছেন মধুরিমা। এক মহিলা তাঁর চুল বেঁধে দিচ্ছেন। দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে টেলি অভিনেত্রী লিখেছেন, 'রিকভারিং' যার বাংলা তর্জমা করতে হয় ধীরে ধীরে সুস্থ হচ্ছি। আচমকা কী হল অভিনেত্রীর তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে মধুরিমার সঙ্গে যোগাযোগ করা হয়।
তিনি জানান স্ত্রী রোগ বিশেষজ্ঞ একটি সমস্যায় ভুগছেন। শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখান থেকেই তিনি বলেন, 'আমার শরীরটা খুবই খারাপ। সময় যত যাচ্ছে যেন আরও খারাপ হচ্ছে। একের পর এক ইঞ্জেকশন। কাল শ্যুটিং শেষে ফ্লোর থেকে সোজা আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমার যা হয়েছে পুরোপুরি সুস্থ হতে সাত থেকে দশ দিন সময় লাগবে। পুরো শরীর ব্যাথা। সেই সঙ্গে মারাত্মক যন্ত্রণা।'
এই রকম পরিস্থিতে শ্যুটিং-ও আপাতত বন্ধ থাকবে। সেই প্রসঙ্গে মধুরিমা বলেন, 'এখন আমার যা অবস্থা শ্যুটিং করতে পারব না। কিন্তু, এতদিন তো আমার জায়গাটা ফাঁকা থাকতে পারে না। হয়ত আমার পরিবর্তে কেউ আসতে পারে, আবার নাও পারে। সেসব এখনও কিছু জানি না। আগে সুস্থ হয়ে বাড়ি ফিরি।' 'জীবন সাথী', 'ত্রিশুল', 'বধূয়া '-র মতো একাধিক ধারাবাহিকে মধুরিমার অভিনয় মেগার দর্শকের দিল জিতে নিয়েছেন। আপাপত অভিনেত্রীর অনুগামীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
আরও পড়ুন: সিনেমা-সিরিজের থেকে এখনও পর্যন্ত সিরিয়ালের 'রিচ'-'সিকিওরিটি' অনেক বেশি : ঊষসী