Entertainment News: বাড়িতে ঢুকে একাধিক গুলি, মর্মান্তিক মৃত্যু সঙ্গীতজ্ঞ এবং তার স্বামীর, চলছে তদন্ত

এক প্রতিবেশীর ওয়েলফেয়ার চেক তাঁদের খবর দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজায় রক্তের দাগ দেখে ভিতরে ঢোকে। বাড়ির ভেতরে, প্যান্ট্রি এবং বাথরুম থেকে দেহ উদ্ধার হয়।

এক প্রতিবেশীর ওয়েলফেয়ার চেক তাঁদের খবর দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজায় রক্তের দাগ দেখে ভিতরে ঢোকে। বাড়ির ভেতরে, প্যান্ট্রি এবং বাথরুম থেকে দেহ উদ্ধার হয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Passed away

এমন মর্মান্তিক মৃত্যু, গায়ে কাঁটা দেবে Photograph: (ফাইল চিত্র)

Entertainment News: দীর্ঘদিনের 'American Idol' সংগীত সুপারভাইজার রবিন কায়ে ও তাঁর স্বামী টমাস ডেলুকার মৃতদেহ, সোমবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের এনসিনো এলাকার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উভয়েরই বয়স ৭০ বছর। পুলিশ সুত্রে খবর, তাদের দু’জনকেই আলাদা কক্ষে গুলি করে হত্যা করা হয়েছে।

Advertisment

এক প্রতিবেশীর ওয়েলফেয়ার চেক তাঁদের খবর দেওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দরজায় রক্তের দাগ দেখে ভিতরে ঢোকে। বাড়ির ভেতরে, প্যান্ট্রিতে কায়ে এবং বাথরুমে ডেলুকার দেহ উদ্ধার হয়। উভয়ের শরীরে একাধিক বুলেটের চিহ্ন ছিল। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ মঙ্গলবার ২২ বছর বয়সী রেমন্ড বুদারিয়ানকে গ্রেফতার করেছে। সন্দেহভাজন ওই ব্যক্তি এনসিনোতেই থাকেন। যদিও এখনো জানা যায়নি তাঁর সঙ্গে নিহত দম্পতির পূর্ব পরিচয় ছিল কিনা।

Bollywood Actor: ডিমের দোকান দিতে হয়েছিল এই অভিনেতাকে, মুম্বাইয়ে এস…

Advertisment

পুলিশ ধারণা করছে, একটি খোলা দরজা দিয়েই বুদারিয়ান বাড়িতে ঢুকে পড়ে এবং দম্পতির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সময় গুলি চালায়। ঘটনার দিনই এর আগে আশেপাশে চুরির আশঙ্কা নিয়ে ফোন এসেছিল, কিন্তু জোর করে ঢোকার প্রমাণ না থাকায় পুলিশ সেদিন ঘটনাস্থল থেকে ফিরে যায়। 

‘American Idol’ Music Supervisor Robin Kaye, Husband Murdered at LA Home

রবিন কায়ে ২০০৯ সাল থেকে American Idol-এর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। ব্যাকস্টেজে গান সিলেকশন থেকে শুরু করে বহু আইকনিক পারফর্ম্যান্স তৈরিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। শো-র প্রযোজনা সংস্থা জানিয়েছে, "রবিন ও তাঁর প্রিয় স্বামীর আকস্মিক মৃত্যুতে আমরা শোকাহত। তিনি চিরকাল আমাদের পরিবারের অংশ হয়ে থাকবেন।”

Mamata Shankar: 'মিঠুনের সঙ্গে ঝগড়া হয়ে গেল..' রিয়ালিটি শোয়ে কিছুই …

রবিন কায়ে এর আগে Lip Sync Battle, Miss Universe এবং NAACP Image Awards-এর সঙ্গেও যুক্ত ছিলেন। সংগীত পরিচালক হিসেবে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল 'ন্যাশভিল' থেকে এবং পরে তিনি নিজের সংস্থা 'Synchronicity' চালু করেন। তাঁর স্বামী টমাস ডেলুকা ছিলেন একজন গীতিকার ও সুরকার। ঘটনার তদন্ত চলছে। পুলিশ হত্যার পেছনের উদ্দেশ্য ও সম্পর্ক খুঁজে বের করার চেষ্টা করছে।

Entertainment News Entertainment News Today