/indian-express-bangla/media/media_files/2024/12/06/wlwR3hdPQFavV09igN3J.jpg)
সিনেমার সাফল্য কামনায় তারাপীঠে দেব
Dev Bengal Tour : বাংলা ছবির দর্শককে আরও একটি নতুন ছবি উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন টলি সুপারস্টার দেব। জোরকদমে চলছে নতুন ছবি খাদানের প্রচার। টিমকে নিয়ে খাদানের প্রচারে ব্যস্ত অভিনেতা। তবে খাদানের বেঙ্গল ট্যুরে থাকতে পারছেন না বলি ডিভা বরখা। পুরো বাংলা ঘুরে সিনেমার প্রচার করবছে টিম খাদান। এই মুহূর্তে বীরভূমে চলছে প্রচারকার্য।
কাস্ট অ্যান্ড ক্রু নিয়ে মায়ের কাছে পূজো দিলেন দেব। ছবি পোস্ট করে দেব করজোড়ের ক্যাপশনে দিয়ে দেব লিখেছেন, 'জয় মা তারা'। প্রসঙ্গত, ছবি মুক্তির আগে দেব বরাবরই মায়ের আশীর্বাদে নিতে পৌঁছে যান। কখনও দক্ষিণেশ্বর তো কখনও কালীঘাট, এবার পুজো দিলেন তারাপীঠে।
শোনা যাচ্ছে, দেব নাকি খাদানের জন্য মায়ের আশীর্বাদ নিয়ে পরবর্তী ছবির শ্যুটিং স্পটে যাবেন। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের রঘু ডাকাতের শ্যুটিং লোকেশনে দেব সত্যিই যাচ্ছেন বা শ্যুটিং শুরু করছেন? এই বিষয়ে সঠিক তথ্য পেতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে অভিনেতার আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, দেব শুধুমাত্র খাদানের বেঙ্গল ট্যুরেই রয়েছেন। নতুন কোনও সিনেমার শ্যুটিং করতে যাননি। আপাতত পরবর্তী ছবি খাদান নিয়েই ব্যস্ত রয়েছেন সুপারস্টার দেব।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় দেবকে আনফলো রুক্মিণীর! কী বললেন অভিনেত্রী?
সুরিন্দর ফিল্মস আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় বড় পর্দায় আসছে খাদান। সিনেমার পোস্টার থেকে স্টার কাস্টের লুকে ছিল একসে বরকর এক চমক। এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধলেন শাকিবের 'প্রিয়তমা' ইধিকা পাল। বর্ষবরণের দিনই প্রকাশ্যে এসেছিল খাদানে দেবের ফার্স্ট লুক পোস্টার। কয়লা মাফিয়ার চরত্রে দেবকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত দর্শক।
৪ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসানসোল থেকে ছবি পোস্ট করেন দেব। রেট্রো লুকে খাদানের শ্যুটিংয়ের প্রথম ঝলকেই দেব ভক্তদের উল্লাস ছিল একেবারে চোখে পড়ার মতো। এরপর ধীরে ধীরে সিনেমার গান, টিজারে দর্শকের উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। আগামী ২০ ডিসেম্বর বড়দিনের মরশুমে বাংলার সবচেয়ে বড় এই ছবি দেখতে উদগ্রীব সিনেপ্রেমীরা।