Dev-Rukmini: সোশ্যাল মিডিয়ায় দেবকে আনফলো রুক্মিণীর! কী বললেন অভিনেত্রী?

Rukmini Unfollow Dev: সোশ্যাল মিডিয়ায় 'চ্যাম্প'-কে আনফলো করলেন রুক্মিণী! মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর। রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে কী বলেন তিনি?

Rukmini Unfollow Dev: সোশ্যাল মিডিয়ায় 'চ্যাম্প'-কে আনফলো করলেন রুক্মিণী! মুহূর্তে ছড়িয়ে পড়ে এই খবর। রুক্মিণীর সঙ্গে যোগাযোগ করা হলে কী বলেন তিনি?

Kasturi Kundu & Anurupa Chakraborty
New Update
ঈদে বক্স অফিসে জি‌ৎ বনাম দেব

সোশ্যাল মিডিয়ায় দেবকে আনফলো রুক্মিণীর!

Dev-Rukmini Relationship : সালটা ছিল ২০১৭। ওই বছর মুক্তি পেয়েছিল দেব-রুক্মিণী অভিনীত প্রথম ছবি 'চ্যাম্প'। ছবির শ্যুটিং সেটেই প্রেমের সূত্রপাত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রুক্মিণী মৈত্রকে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন অভিনেত্রী। ছকভাঙা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুঁড়িয়েছেন রুক্মিণী। যে কোনও দৃশ্যে সাবলীল অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

Advertisment

Advertisment

একজন অভিনেত্রী হিসেবে যেন দর্শকের পছন্দের পাত্রী রুক্মিণী ঠিক তেমনই দেবের প্রেমিকা হিসেবেও তাঁকে পছন্দ করেন জুটির ভক্তরা। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে একসঙ্গে একটা সুন্দর সন্ধ্যা উপহার দিয়েছেন দেব-রুক্মিণী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দেবকে ইনস্টায় আনফলো করলেন রুক্মিণী? 

২০১৭ থেকে ২০২৪, দীর্ঘ সাত বছরের সম্পর্কে ইতি? এই খবর ছড়িয়ে পড়তেই মন খারাপ দেব-রুক্মিণী জুটির অনুরাগীদের। সত্যিটা কী জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই খবর শুনে তো নিজেই অবাক টলি ক্যুইন রুক্মিণী মৈত্র।

ফোনের ওপারে রীতিমতো হেসে খুন অভিনেত্রী। রুক্মিণী বলেন, 'আমি তো কিছুই বুঝতে পারলাম না এসব কী হচ্ছে। আমার টিম সোশ্যাল মিডিয়া সামলায়। আমি এই ব্যাপারে কিছুই জানি না কী ভাবে এটা হল। আমি তো রিয়েল লাইফে দেবকে ফলো করি (হাসি)। কখন যে কী হয়...।'

প্রসঙ্গত, বড় পর্দার ব্যোমকেশ-সত্যবতী সম্পর্কের শুরুতে বন্ধুত্বের কথাই বারবার বলতেন। কিন্তু, ভালবাসার বন্ধন যখন মজবুত তখন প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন দেব-রুক্মিণী। একসঙ্গে ঘুরতে যাওয়া, হলিডে মুডের লাভিডাভি ছবি শেয়ার করা সবটাই করেন টলিপাড়ার এই লাভবার্ডস। দেব-রুক্মিণী জুটির ভক্তরা যখন তাঁদের বিয়ের অপেক্ষায় তখন এই খবরে মন খারাপ হয় তাঁদের। কিন্তু, রুক্মিণী যখন জানিয়ে দিলেন এসব সম্পূর্ণ ভিত্তিহীন তখন তারকা জুটির অনুরাগীদের মুখে চওড়া হাসি। 

আরও পড়ুন: বেনারসি-মুকুটে নববধূর সাজ, কালরাত্রির ট্রেলার লঞ্চে সৌমিতৃষা যেন সাক্ষাৎ 'দেবী'

Dev Bengali Cinema Bengali Actor Bengali Actress Bengali Film Rukmini Maitra Bengali Film Industry Dev-Rukmini