Devi Chowdhurani-Amitabh Bachchan: 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'

Amitabh Bachchan-Subhrajit Mitra: 'দেবী চৌধুরানী'-র জন্য শুভেচ্ছা এল সুদূর মুম্বই থেকে। সিনেমার ট্রেলার শেয়ার করে 'দেবী চৌধুরানী'-র সাফল্য কামনা করেছেন অমিতাভ। বিগ বি-তে আপ্লুত হয়ে কী বললেন পরিচালক শুভ্রজিৎ মিত্র?

Amitabh Bachchan-Subhrajit Mitra: 'দেবী চৌধুরানী'-র জন্য শুভেচ্ছা এল সুদূর মুম্বই থেকে। সিনেমার ট্রেলার শেয়ার করে 'দেবী চৌধুরানী'-র সাফল্য কামনা করেছেন অমিতাভ। বিগ বি-তে আপ্লুত হয়ে কী বললেন পরিচালক শুভ্রজিৎ মিত্র?

author-image
Kasturi Kundu
New Update
cats

বিগ বি-র শুভেচ্ছা

Subhrajit Mitra-Devi Chowdhurani: উত্তর থেকে দক্ষিণ জলমগ্ন কলকাতা। প্রবল বর্ষণে একেবারে বিপর্যস্ত জনজীবন। এর মাঝেও কিন্তু, আমবাঙালি দেবী দুর্গার আগমনের অপেক্ষায় প্রহর গুনছে। নতুন জামা, ভুরিভোজ, ঠাকুর দেখার সঙ্গে পুজোর আনন্দ পুজোর আনন্দ কিন্তু সিনেমা ছাড়া অসম্পূর্ণ। দুর্গাপুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারেও মুক্তি পাচ্ছে চারটি বাংলা ছবি। সেই তালিকায় রয়েছে 'রঘু ডাকাত', 'দেবী চৌধুরানী', 'রক্তবীজ ২' ও 'যত কাণ্ড কলকাতাতেই'। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রতিটি ছবির কলাকুশলীরা। এর মাঝেই শুভ্রজিৎ মিত্র পরিচালিত 'দেবী চৌধুরানী'-র জন্য শুভেচ্ছা এল সুদূর মুম্বই থেকে। খোদ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সিনেমার ট্রেলার শেয়ার করে 'দেবী চৌধুরানী'-র সাফল্য কামনা করেছেন।

Advertisment

'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে 'বুম্বা' সম্বোধন করে বিগ বি শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'বুম্বা তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক, শুভেচ্ছা !!' মেগাস্টার অমিতাভ বচ্চনের তরফে এহেন শুভেচ্ছাবার্তা পেয়ে আপ্লুত পরিচালক। পোস্টটি রিশেয়ার করে অমিতাভকে ধন্যবাদ জানানোর পাশাপাশি শারদীয়ার শুভেচ্ছা ও প্রণাম জানিয়েছেন শুভ্রজিৎ।

আরও পড়ুন দেবী চৌধুরানীর শুটিং শেষে বুম্বাদা তিনবার সিনেমাটা দেখার পর বলেছে এটা 'কর্মাশিয়াল ক্লাসিক': শুভ্রজিৎ মিত্র

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে শুভ্রজিৎ মিত্র বলেন, 'এই কৃতিত্বটা সম্পূর্ণ বুম্বাদার। ওঁর জন্যই আমাদের ছবিকে অমিতাভ স্যার শুভেচ্ছা জানিয়েছেন। আমি দুজনকেই আমার প্রণাম। বুম্বা দা আর অমিতাভ স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ। এটা একটা বিরাট পাওনা।'

প্রসঙ্গত, এর আগেও অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত 'ডিয়ার মা'-কেও শুভেচ্ছা জানিয়েছিলেন বিগ বি। পরিচালক অনিরুদ্ধর সঙ্গে পিঙ্ক ছবিতে কাজ করেছিলেন অমিতাভ বচ্চন। ৯ বছর পর ফিরেছিল 'পিঙ্ক'-র সেই নস্ট্যালজিয়া! ডিয়ার মা ছবির-ও ট্রেলার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছিলেন অমিতাভ। সোশ্যাল মিডিয়ায় শাহেনশা লিখেছিলেন,  'টনি দা, আপনার সঙ্গে সবসময় আমার শুভকামনা রয়েছে।' 

আরও পড়ুন ৯ বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের

শুভ্রজিৎ-এর মতো অনিরুদ্ধ রায়চৌধুরীও অমিতাভের বার্তায় আবেগে ভেসেছিলেন। বিগ বি-র শুভেচ্ছাবার্তা শেয়ার করে তিনি পালটা লিখেছিলেন, 'আপনার আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। আমার প্রণাম নেবেন।' পোস্টের শেষে দিয়েছেন করজোড়ের ইমোজি। লাস্ট বাট নট ইন লিস্ট, আগামী ২৬ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিকের নতুন ছবি 'দেবী চৌধুরানী'। 

আরও পড়ুন গঙ্গা বক্ষে জাঁকজমকপূর্ণ 'জলযাত্রা' দেবী চৌধুরানীর, মহালয়ায় 'জয় ভৈরবী' ধ্বনিতে ছবির প্রচার প্রসেনজিতের

Subhrajit Mitra amitabh bachchan Devi Chowdhurani