/indian-express-bangla/media/media_files/2025/10/11/cats-2025-10-11-10-35-16.jpg)
Amitabh Bachchan Birthday: দেখতে দেখতে জীবনের আরও একটি বসন্ত পার। ২০২৫-এর ১১ অক্টোবর ৮৩-তে পা রাখলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিন ঘিরে ভক্তদের মধ্যে যেমন থাকে উন্মাদনা, তেমনই সহ অভিনেতারাও নিজেদের ভাগ্যবান বলে মনে করেন। বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগটাই তো বিরাট প্রাপ্তি। বাংলার জামাই অমিতাভের সঙ্গে বলিউডের সুপারহিট মুভি সুরিয়াবংশম-এ কাজের সুযোগ পেয়েছিলেন বাঙালি অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। গৌরীর চরিত্রে রচনার অভিনয় আজও সিনেপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। দীর্ঘ অভিনয় কেরিয়ারে ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবির সম্ভার। তার মাঝেও বিগ বি-র সঙ্গে সুরিয়াবংশম-এ অভিনয়ের অনুভূতিটা একদম আলাদা। 'আফটার অল অমিতাভ বচ্চন'-বিগ বি-র জন্মদিনে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ঠিক এই শব্দটাই।
এই মুহূর্তে বিদেশে রয়েছেন অভিনেত্রী। ঘড়ির কাটার সময় অনুযায়ী এখন মাঝরাত। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে ফোন পেয়েই রচনা বললেন, 'এখন তো আমি বিদেশে। এখানে মাঝরাত। যদি সাত-আট ঘণ্টা পর একটু কথা বলা যায়।' কিন্তু যখন শুনলেন, অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষেই তাঁর সঙ্গে এই যোগাযোগ, সঙ্গে সঙ্গে বললেন, 'হ্যাঁ, আজ তো ওঁর জন্মদিন। সুরিয়াবংশমে কাজ করেছিলাম। সে এক দারুণ অভিজ্ঞতা। ওঁর মতো মানুষ হয় না। যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক। শুটিং সেটে সব কিছু অনায়াসে সামলে নিতেন। অমিতাভ বচ্চন একজন ভাল মনের মানুষ।'
আরও পড়ুন 'দেবী চৌধুরানী'-কে শুভেচ্ছা অমিতাভের, উচ্ছ্বাসের সঙ্গে শুভ্রজিৎ বললেন 'বুম্বাদার জন্যই...'
বিগ বি-র ব্যারিটোন ভয়েসের মতোই চারিত্রিক দিক থেকেও ভীষণ রাশভারী? রচনার স্পষ্ট জবাব, 'আফটার অল উনি অমিতাভ বচ্চন। তাঁর মতো একজন মানুষের এই চারিত্রিক গুণটাই মানাইসই। সকলের সঙ্গে উনি হাহাহিহি করবেন সেটা তো কখনই কাম্য নয়। সেই জন্যই উনি অমিতাভ বচ্চন। আর ওঁর সঙ্গে যাঁরা কাজের সুযোগ পায়, সান্নিধ্যে আসতে পারেন তাঁরা আমার মতোই ভাগ্যবান।' এই মুহূর্তে বড় পর্দা থেকে একপ্রকার দূরেই রয়েছেন রচনা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও দর্শকের কাছে তিনি এখন 'দিদি নম্বর ওয়ান'।
একজন সফল অভিনেত্রীর পাশাপাশি রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকা হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজনীতিবিদ হিসেবেও দায়িত্ব পালনে সিদ্ধহস্ত অভিনেত্রী। লাস্ট বাট নট ইন লিস্ট, অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ফিল্মি কায়দায় একটি পোস্টে বিগ বি অভিনিত ব্লকবাস্টার বেশ কিছু মুভির নাম উল্লেখ করে তাঁর প্রতিভাকে স্যালুট করেছেন সৃজিত। অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন পর্দার ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক নজরে দেখুন সেই পোস্ট।