Entertainment Death News: রবিবাসরীয় দুপুরে ভয়ঙ্কর দুঃসংবাদ! প্রয়াত অমিতাভের সুপারহিট ছবির পরিচালক..

Director Passed Away: ১৯৭৮ সালে কাল্ট ক্লাসিক বানিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। এবং আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। কী হয়েছিল তাঁর?

Director Passed Away: ১৯৭৮ সালে কাল্ট ক্লাসিক বানিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। এবং আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। কী হয়েছিল তাঁর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
death news today celebrity

প্রয়াত কিংবদন্তি...

'ডন কা ইন্তেজার তো গ্যারা মুলকো কি পুলিশ কর রাহী হ্যায়..' বলিউডের এমন এক ক্লাসিক কালট ছবির কথা কে জানেন না? অমিতাভ বচ্চন সেই ছবিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ডন এমন এক ছবি যা নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যেও দারুণ উত্তেজনা থাকে। অমিতাভ বচ্চন নিজেও অনেকবার এই ছবির কাজ অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন।

Advertisment

Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন …

তবে, ডন প্রেমীদের জন্য রবিবাসরীয় দুপুরেই এক ভয়ঙ্কর দুঃসংবাদ! যে মানুষটির হাত ধরে ডন সিলভার স্ক্রিনে জায়গা পেয়েছিল, দ্যা ক্যাপ্টেন অফ দ্যা শিপ - প্রয়াত সেই চিনির পরিচালক। কিংবদন্তি ছবি পরিচালক চন্দ্র বারোত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। ১৯৭৮ সালে কাল্ট ক্লাসিক বানিয়েই আলোচনায় এসেছিলেন তিনি। এবং আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। অসুস্থ ছিলেন বেশ অনেকদিন। হাসপাতালে ছিলেন।

Advertisment

Sayak Chakraborty: নাম লেখাতে চান রাজনীতিতে? ২১-শে জুলাইয়ের আগেই মনের ইচ্ছের কথা জানালেন সায়ক

কিন্তু, শেষ সময়ে আর বাড়িও যেতে পারলেন না। হাসপাতালেই তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর স্ত্রী দীপা বারোত জানিয়েছেন এই দুঃখজনক ঘটনা প্রসঙ্গে। এক জাতীয় সংবাদ মাধ্যম সূত্র মারফত খবর, ৭ বছর ধরে তিনি রোগে ভুগছিলেন। পরিচালকের স্ত্রী জানিয়েছেন, শেষ ৭ বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছেন তিনি। চিকিৎসক মণীশ শেট্টির অধীনে গুরু নানক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তাঁকে জোসলক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ডনের পরই তিনি বেশি জনপ্রিয়তা পান। তাঁর এই ছবি বলিউডের ইতিহাসে খোদাই করা আছে। তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সিনেমাটোগ্রাফার নরিমান ইরানীর সঙ্গেই তাঁর যোগাযোগ তাঁকে ডন বানানোয় উদ্বুদ্ধ করে। আগে, বেশ কিছু সময় তিনি তানজানিয়ার বুকে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। বর্ণবাদ এবং অস্থিরতার কারণে তিনি সেখান থেকে ফিরে আসেন। এবং অভিনেতা মনোজ কুমারের সঙ্গেই পরবর্তীতে কাজ শুরু করেন। তাঁর সঙ্গে অনেক ছবিতেই সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর মধ্যে শোর, রোটি কাপরা মাকান উল্লেখযোগ্য।

 

entertainment Entertainment News