/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/lead-1.jpeg)
অমিতাভ বচ্চন। ফাইল চিত্র।
Amitabh Bachchan: দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিলেন অমিতাভ বচ্চন। এদেশের কৃষকদের দুরবস্থার কথা বেশিরভাগ সংবাদ পাঠকেরই অজানা নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঋণের দায়ভারের জর্জরিত কৃষকদের আত্মহত্য়ার কথা নিয়মিত উঠে আসে সংবাদমাধ্য়মে। তেমনই ২১০০ জন কৃষকের ঋণ শোধের দায়িত্ব নিলেন বলিউডের শাহেনশাহ। ওই কৃষকেরা সবাই বিহারের বাসিন্দা। তাঁদের সম্মিলিত ঋণের মোট পরিমাণ যা, সেই পরিমাণ টাকা মিটিয়ে তিনি ঋণমুক্ত করেছেন সংশ্লিষ্ট কৃষকদের।
নিজের ব্লগে এই ঘটনাটির কথা শেয়ার করে বিগ বি লেখেন, ''একটি প্রতিশ্রুতি রক্ষা হল। বিহারের যে সব কৃষকদের ঋণ রয়েছে, তাঁদের মধ্য়ে থেকে ২১০০ জনকে বেছে নিয়ে ব্য়াঙ্ক ওটিএস-এর মাধ্য়মে ঋণ শোধ করা হল। তাঁদের মধ্যেই কয়েকজনকে জনক-এ আমন্ত্রণ জানিয়েছিলাম আমরা। শ্বেতা ও অভিষেকের মাধ্যমে তাঁদের হাতে সরাসরি তুলে দিলাম।''
আরও পড়ুন: বাড়ির পরিচারিকাদের সঙ্গে কেমন ব্য়বহার করেন শাহিদ
এই দৃষ্টান্তমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। অমিতাভ এই ঋণ শোধের প্রতিশ্রুতির কথা জানানোর পাশাপাশি এও লিখেছেন তাঁর ব্লগে যে পুলওয়ামা আক্রমণে শহিদদের পরিবারবর্গকে যে সাহায্যের কথা তিনি আগে জানিয়েছিলেন, সেই প্রতিশ্রুতিও রক্ষা করতে চলেছেন কিছুদিনের মধ্যেই।
এই প্রথম নয়, এর আগেও বহু কৃষকের ঋণ শোধ করেছেন অমিতাভ বচ্চন। উত্তরপ্রদেশের ১৩৯৮ জন ও মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ শোধ করেছেন তিনি। এ ছাড়াও বহু বছর ধরেই নানাবিধ সমাজকল্য়াণমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বচ্চন পরিবার।
আরও পড়ুন: অমিতাভের টুইটার হ্যান্ডেল হ্যাক!
তবে শুধুমাত্র অমিতাভ বচ্চন নন, বলিউডের বহু তারকাই দুঃস্থ কৃষকদের সহায়তা করেছেন অতীতে এবং সাম্প্রতিককালেও। তাঁদের মধ্যে অবশ্য়ই উল্লেখযোগ্য নানা পটেকরের নাম। বলিউড তারকাদের এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষকেও সমাজ কল্য়াণমূলক কাজে উদ্বুদ্ধ করে। তাই এই ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।