/indian-express-bangla/media/media_files/2025/08/19/cats-2025-08-19-17-20-25.jpg)
কী হয়েছে বিগ বি-র?
Amitabh Bachchan: মেগাস্টার অমিতাভ বচ্চন, বয়স তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। ৮৫–এর দোরগোড়ায় পৌঁছলেও অবসর নেওয়ার কোনও ইচ্ছা নেই। এখনও তিনি ছোট পর্দা থেকে বড় পর্দায় জেন ওয়াইয়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে কাজ করে চলেছেন। তাঁর অনবদ্য উপস্থিতিতে মুগ্ধ হয় কাশ্মীর টু কন্যাকুমারী। বিখ্যাত টেলিভিশন গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন দিয়ে ছোটপর্দায় প্রত্যাবর্তন বিগ বি-র। ১৩ থেকে ৮৩, প্রতিটি প্রজন্মের কাছে তিনি অনুপ্রেরণা। ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সেরা অভিনেতা হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় বলিউডের শাহেনশা। সম্প্রতি নিজের ভ্লগে লিখেছেন, 'প্রতিদিনের সাধারণ কাজকর্ম এখন তাঁর কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং বিশেষ মনোসংযোগের প্রয়োজন হচ্ছে।'
বয়সকে বুড়ো আঙুল দেখাতে চাইলেও শরীরে তার প্রভাব স্পষ্টত দৃশ্যমান। অমিতাভ জানিয়েছেন, সহজ কাজও তাঁর জন্য কঠিন হয়ে উঠছে। যেমন প্যান্ট পরতে সমস্যা হচ্ছে। দাঁড়ানো অবস্থায় সেটা এখন করতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে এখন তাঁকে চেয়ার বা বিছানায় বসে এই সকল কাজ করতে হচ্ছে। কারণ দাঁড়িয়ে প্যান্ট পরতে গেলে শরীরের ভারসাম্য হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আরও জানান, তাঁর জুহুর বাসভবন 'জলসা'-তে সর্বত্র হাতল বসানো হয়েছে, যাতে চলাফেরায় তাঁর সুবিধা হয়।
আরও পড়ুন 'চিঠি লিখেছিলেন-লকডাউনের সময় ফোন করে...', হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে অমিতাভের সিক্রেট ফাঁস
ভক্তদের অভ্যর্থনা জানানো তাঁর বহুদিনের অভ্যাস। রবিবারের ভ্লগে তিনি এই অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন। বর্ষীয়ান অভিনেচতা লিখেছেন, 'যখন ভিড় দেখি তখনই মনে হয় সত্যিইব আমার জন্য এত মানুষ এসেছে! সিঁড়ি বেয়ে উঠতে উঠতে তাঁদের উল্লাস আমার মনোবল বৃদ্ধি করে। আর প্রত্যেকের ভালবাসা-ভক্তি যেন আমাকে শক্তি জোগায়।' তবে ভিড়ের মধ্যে পরিচিত মুখ না দেখলে তাঁর মনে প্রশ্ন জাগে, 'আমি কি খুব সাধারণ হয়ে গেছি? মানুষ ৫–১০ মিনিটের উপস্থিতিতে বিরক্ত হয়ে পড়েছে?'
অমিতাভ জানিয়েছেন, সকালের রুটিনে এখন শুধু থাকে ওষুধপত্র ও শরীরচর্চা। হাঁটাচলা স্বাভাবিক রাখার জন্য তিনি নিয়মিত জিমে মবিলিটি এক্সারসাইজ করেন। তবে আগের মতো সহজে কাজগুলো করতে পারেন না। তিনি লিখেছেন, 'আগে যে কাজগুলো স্বাভাবিক ছিল এখন সেগুলো করার আগে ভেবে নিতে হয়। মেঝে থেকে কাগজ তুলতে নত হওয়াটাও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'
আরও পড়ুন জয়ার পথেই অমিতাভ! জলসার বাইরে পাপারাজ্জিকে জোর ধমক, বিগ বি মেজাজ হারাতেই ভাইরাল ভিডিও
ভক্তদের উদ্দেশে তিনি আশা প্রকাশ করেন, কেউ যেন এমন পরিস্থিতির মধ্যে না পড়েন। যদিও বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, 'জন্মের সঙ্গেই পতনের শুরু। যৌবনে মানুষ দাপটের সঙ্গে জীবন চালায় কিন্তু বার্ধক্য হঠাৎই গতি কমিয়ে দেয়। জীবনযাত্রার গাড়ি চালাতে তখন ব্রেক কষতে হয় যাতে বড় ধাক্কা এড়ানো যায়।'