Amitabh Bachchan-paparazzo: ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছন পর্দার 'ডন' অমিতাভ বচ্চনের ছবির পরিচালক চন্দ্র বারোট। কালজয়ী পরিচালকের প্রয়াণের খবরে গভীর শোকজ্ঞাপন করেছেন বিগ বি। এর মাঝেই সেলেব পাপারাজ্জিদের উপর রেগে কাঁই বলিউডের শাহেনশা। মুম্বইয়ে জলসার বাইরে জোর ধমক বিগ বি-র। ছবি তোলায় নিষেধাজ্ঞা দিয়েছেন অমিতাভ বচ্চন। প্যাপেদের সঙ্গে রূঢ় আচরণের জন্য বারবার চর্চায় উঠে আসেন জয়া বচ্চন। এবার সেই তালিকায় নাম জুড়ে গেল অমিতাভেরও!
বর্ষীয়ান অভিনেতার আন্তরিকতা ও ভালোবাসা বরাবরই নজর কেড়েছে। তবে সম্প্রতি সেই দৃশ্য বদলে যেতেই মন খারপ বিগ বি-র। জলসার বাইরে প্রত্যেক বরিবারই অমিতাভ ভক্তদের সঙ্গে দেখা করেন। সেই মুহূর্ত লেন্সবন্দি করেন পাপারাজ্জিরা। কিন্তু, আচমকা কেন মেজাজ হারালেন বিগ বি?
আরও পড়ুন 'মিনিস্কার্ট পরা ওই মেয়েটার পিছনে...', প্রেম নিয়ে গোপন কথা ফাঁস করলেন খোদ অনুপম
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক পাপারাজ্জি বিনা অনুমতিতে তাঁর ভিডিও করলে বর্ষীয়ান অভিনেতা বিরক্তি প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় জলসার বাইরে অমিতাভের সেই মুহূর্তটা। পরনে সাদা কুর্তা-পায়জামা, সাদা শাল ও কালো চশমা।
আরও পড়ুন স্ট্যান্ট ম্যানের মর্মান্তিক মৃত্যুর পর ফের মারাত্মক স্টান্ট! ব়্যাপারের ভিডিও ঘিরে শোরগোল
অসন্তোষ প্রকাশ করে ওই পাপারাজ্জিকে বলেন, 'এইরকম করবেন না। ছবি তুলবেন না, বন্ধ করুন।' নেটিজেনদের অনেকেই এই ভিডিও দেখে মজা করে মন্তব্য করেছেন, 'তিনি যেন স্ত্রী জয়া বচ্চনের মতো আচরণ করছেন, যিনি মিডিয়ার প্রতি তাঁর কঠোর মনোভাবের জন্য পরিচিত।'
আরও পড়ুন জ্যান্ত সাপ হাতে নিয়ে..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সোনু সুদের ভিডিও! অভিনেতার কীর্তিতে তাজ্জব বনে যাবেন
অমিতাভ বরাবরই সংবাদমাধ্যম ও পাপারাজ্জিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। তাই তাঁর এহেন আচরণ অনেকের কাছেই অপ্রত্যাশিত। উল্লেখ্য, এমন পরিস্থিতিও কিন্তু, নতুন কোনও বিষয় নয়। বহু সেলিব্রিটিই নানা কারণে ছবি না তোলার অনুরোধ করেন। ব্যক্তিগত পরিসরে ক্যামেরা চালু করার আগে অনুমতি নেওয়ার আর্জি জানান। সেলিব্রিটিদের গোপনীয়তা বজায় রাখার আবেদনও করেন।
আরও পড়ুন ঠোঁটে একের পর এক ইনজেকশন! বদলে গিয়েছে মুখের মানচিত্র, ভিডিও পোস্ট করে কী বার্তা উরফির?
রবিবার চন্দ্র বারোটের মৃত্যুতে নিজের ব্লগে অমিতাভ লেখেন, 'আরও একটি দুঃখের মুহূর্ত। প্রিয় বন্ধু এবং আমার ডনের পরিচালক চন্দ্র বারোট আজ সকালে মারা গেছেন। এই ক্ষতির কথা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা একসঙ্গে কাজ করেছি, আমার পারিবারিক বন্ধু ছিলেন। ওঁর জন্য এখন শুধু আমি প্রার্থনা করতে পারি।'