Amitabh-Radhika: আপনার কাছে যদি হঠাৎ মেগাস্টার অমিতাভ বচ্চনের চিঠি আসে? প্রথমে নিশ্চয়ই নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না যে এটা কী শুনছেন! তারপর চিঠি পড়তে পড়তেও হয়ত বেশ কয়েকবার ভেবে ফেলবেন সত্যিই অমিতাভ বচ্চনই চিঠিটি লিখেছেন! ঠিক এইরকমই এক অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন বলি অভিনেত্রী রাধিকা মদন। আংরেজি মিডিয়াম দেখার পর রাধিকার অভিনয়ের তারিফ করে চিঠি পাঠিয়েছিলেন বিগ বি। যা দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন রাধিকা। সম্প্রতি ফারহা খান-এর টিউটিউব চ্যানেলে সেই বিশেষ মুহূর্তের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ফারহা ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের সঙ্গে যে ভ্লগ তৈরি করেন সেটা তাঁদের বাড়িতে বসেই করেন। রাধিকার সঙ্গে 'হাউজ ট্যুরে' কথা বলতে গিয়েই নজরে আসে ফ্রেমে বাঁধানো অমিতাভের হাতে লেখা একটি চিঠি।
রাধিকার পুরস্কারের তাক দেখে চমকে উঠেন ফারহা। সেখানেই একটি ফ্রেমে বাঁধানো ছিল অমিতাভ বচ্চনের লেখা একটি চিঠি। ফারাহ অত্যন্ত আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেন, 'অমিত জি তোমাকে চিঠি পাঠিয়েছেন?' এক গাল হেসে রাধিকার জবাব, “হ্যাঁ, আংরেজি মিডিয়াম দেখার পর তিনি এই চিঠি পাঠিয়েছিলেন।' ফারহা মজা করে বললেন, 'তখন তো মনে হয় তোমার মারা যাওয়ার মতো অবস্থা হয়েছিল! রাধিকার অকপট স্বীকারোক্তি, 'একেবারে বেহুঁশ হয়ে গিয়েছিলাম!'
আরও পড়ুন জয়ার পথেই অমিতাভ! জলসার বাইরে পাপারাজ্জিকে জোর ধমক, বিগ বি মেজাজ হারাতেই ভাইরাল ভিডিও
চিঠিতে অমিতাভ বচ্চন রাধিকাকে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। ভ্লগ তৈরির মাঝেই ফারহা হালকা অভিমানের সুরে বলেন, 'অমিতাভ স্যার, আপনি তো আমাকে কোনওদিন চিঠি লেখেননি! প্লিজ, কেউ একজন আমাকেও একটা চিঠি পাঠান!'এরপর রাধিকা আরও এক স্মরণীয় মুহূর্ত শেয়ার করেন। তিনি বলেন, 'লকডাউনের সময় একদিন ফোন এলো। আমি ধরতেই ফোনের ওপার থেকে কৌন বানেগা ক্রোড়পতি স্টাইলে ভেসে এলো হ্যালো আমি অমিতাভ বচ্চন বলছি।'
আরও পড়ুন বছর পর ফিরল 'পিঙ্ক'-র নস্ট্যালজিয়া! অনিরুদ্ধর 'ডিয়ার মা'-এর জন্য শুভেচ্ছা অমিতাভের
ফারহা তাঁদের এক কর্মী দিলীপকে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, 'দেখো দিলীপ, অমিতাভ বচ্চন ওকে চিঠি পাঠিয়েছেন। তোমাকে কেউ কখনও চিঠি পাঠিয়েছে?' দিলীপ আরও এক ধাপ এগিয়ে বলেন, 'না ম্যাডাম, আমার স্ত্রীও আমাকে চিঠি লেখেন না।' বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন শুধু তাঁর অসাধারণ অভিনয় নয়, সহ-অভিনেতাদের প্রতি আন্তরিক ভালোবাসার জন্যও বিশেষ পরিচিত। রাধিকা মদনের জীবনের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল অসাধারণ হয়েও কতটা সাধারণ বিগ বি।
আরও পড়ু 'অপমান শুনেও কিছু না বলে...', অমিতাভের সঙ্গে প্রথম সাক্ষাৎয়ের অভিজ্ঞতা ভাগ বর্ষীয়ান অভিনেত্রীর