/indian-express-bangla/media/media_files/2025/08/28/cats-2025-08-28-16-10-11.jpg)
অমিতাভের হুঁশিয়ারি
Amitabh Bachchan- Kajra Re: সালটা ছিল ২০০৫। সেই বছর মুক্তি পেয়েছিল বলিউডের অন্যতম সেরা হিট মুভি 'বান্টি অউর বাবলি'। ছবির পাশাপাশি সুপারহিট 'কাজরা রে'। রাই সুন্দরী ঐশ্বর্যের সৌষ্ঠম কোমরের ঝলকানিতে বুঁদ সিনেপ্রেমীরা। 'কাজরা রে'-এর সুর বা ঝলমলে কোরিওগ্রাফির সঙ্গে গুলজারের লেখা গভীরতা, অমিতাভ বচ্চন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের প্রাণবন্ত পারফরম্যান্স এবং আলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলির অবিস্মরণীয় কণ্ঠস্বরের মিশেলে 'কাজরা রে' এক অনবদ্য সৃষ্টি। আজও লোকমুখে ফেরে 'বান্টি অউর বাবলি' ছবির এই গান।
মাশেবল ইন্ডিয়ার সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় সুরকার শঙ্কর মহাদেবন এই গান নিয়ে এক মজার তথ্য শেয়ার করেছেন। অমিতাভ বচ্চনের অংশটুকু নিজের গাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেটি করেননি। স্মৃতিচারণ করে বলেন, 'আমি যখন কজরা রে গেয়েছিলাম তখন ওঁর অংশটাও রেকর্ড করেছিলাম। ভেবেছিলাম পরে উনি এসে ডাব করবেন। উনি তো অসাধারণ গায়ক, দুর্দান্ত সংগীতজ্ঞও। তাই আমি ফোন করে বললাম, স্যার, স্টুডিওতে কবে আসছেন ডাবিংয়ের জন্য? আমাদের তো গানটা মিক্স করতে হবে।'
এরপর যা হয়েছিল সেই ঘটনার কথা বলতে গিয়ে বলেন, 'কোন ডাবিং? কী বলছো? আমি বললাম, আপনার কজরা রে–এর অংশ। আমি তো শুধু একটা রাফ ভয়েস দিয়েছি। এবার আপনার পালা। তখন উনি মজার ছলে বললেন, এভাবেই থাকবে। আমি ডাব করব না। তুমি দুর্দান্ত গেয়েছো। আর যদি কারও গলায় আবার ডাব করানোর চেষ্টা করো তাহলে সাবধান। আমি তোমার কেরিয়ার শেষ করে দেব! নির্ভেজাল মজা করেই কথাটা বলেছিলেন।'
আরও পড়ুন 'চিঠি লিখেছিলেন-লকডাউনের সময় ফোন করে...', হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে অমিতাভের সিক্রেট ফাঁস
হাসতে হাসতে শঙ্কর যোগ করেন, 'তখনই বুঝলাম যদিও আমার সঙ্গে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরের মিল নেই কিন্তু পর্দায় বাজলে তা একেবারে মানিয়ে যায়। ঠিক একই ঘটনা ঘটেছিল ঝুম বরাবর ঝুম ছবিতেও। সিনেমাটি বক্স অফিসে ফ্লপ কিন্তু গানগুলো ভীষণ জনপ্রিয় হয়েছিল। এখনও মানুষ আমাদের সেই গানগুলো পছন্দ করেন। আর সেই ছবির টাইটেল ট্র্যাকের জন্যও বচ্চন সাহেব জোর দিয়েছিলেন যে আমাকেই গাইতে হবে।'
প্রসঙ্গত, SCREEN–কে দেওয়া সাম্প্রতিক অতীতে এক সাক্ষাৎকারে পরিচালক শাদ আলি জানিয়েছিলেন, অমিতাভ বচ্চন প্রথমে একেবারেই গানটির পক্ষে ছিলেন না। শাদ বলেছিলেন, 'আমি যখন প্রথম আট সেকেন্ডের রিফটা শুনি তখনই বুঝেছিলাম এটা দারুণ কাজ করবে। কিন্তু যশরাজ এটিকে তালিকার একেবারে শেষে রেখেছিল। ওরা ভেবেছিল জনপ্রিয় হবেই না। অমিতজি তো বলেই দিয়েছিলেন, এই গানটা শুটই কোরো না।' তবুও শাদ গানটির পক্ষে অনড় ছিলেন। তিনি বলেন, 'আমি যখন অমিতজিকে শুনতে ডাকলাম, তখনও উনি বলেছিলেন এটা চলবে না।' কিন্তু 'কজরা রে' হয়ে উঠল সর্বকালের অন্যতম সেরা সৃষ্টি।
আরও পড়ুন 'আগে যে কাজগুলো স্বাভাবিক ছিল এখন...', শারীরিক সমস্যায় জর্জরিত! কেমন আছেন অমিতাভ?