/indian-express-bangla/media/media_files/2025/09/05/cats-2025-09-05-15-48-18.jpg)
অমিতাভকে কটাক্ষ
Amitabh Bachchan-Lalbaugcha Raja: অমিতাভ বচ্চন সম্প্রতি মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় গণপতি মন্দির লালবাগচা রাজাকে ১১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। যদিও কিংবদন্তি অভিনেতা নিজে উপস্থিত হয়ে অনুদান দেননি। তিনি তাঁর টিমের মাধ্যমে চেক পাঠান। লালবাগচা রাজার সেক্রেটারি সুধীর সালভে চেক গ্রহণের পর পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্ত। বিগ বি-র পদক্ষেপ একদিকে যেমন প্রশংসিত তেমনই আবার সমালোচিতও হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অনেকের মতেই পঞ্জাবের ভয়াবহ বন্যাদুর্গতদের সাহায্যে খরচ হলে বেশি উপকার হত।
লালবাগচা রাজা সর্বজনীন গণেশ উৎসবের কর্তৃপক্ষ অনুদানের বিষয়টি নিশ্চিত করেছে। অমিতাভ বচ্চনের টিমের কাছ থেকে সই করা ১১ লক্ষ টাকার চেক গ্রহণ করার ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। তবে এই পদক্ষেপ নেটিজেনদের মধ্যে বিতর্কও উসকে দিয়েছে। অনেকেই বচ্চনের উদারতা ও ভক্তির প্রশংসা করেছেন। আবার অনেকে প্রশ্ন তুলেছেন কেন তিনি পঞ্জাব বন্যা ত্রাণে সাহায্য করলেন না, যেখানে মানুষ এখনও ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে।
আরও পড়ুন 'শাহরুখের সিনেমা তো...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে পল্লবীর নিশানায় কেন কিং খান?
কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'পঞ্জাবের জন্য করলে বেশি খুশি হতাম।' অপর একজন আবার লিখেছেন, 'পঞ্জাবের হেল্প করে দিন ভগবানের হেল্প করলে কিছু হবে না, মানুষের করুণ।' এক ব্যক্তি মন্তব্য করেছেন, 'যদি পাঞ্জাবকে দিয়ে দিতেন এক-দু'টো পরিবারকে দত্তক নিতেন তাহলে সরাসরি গণপতি বাপ্পার কাছে পৌঁছে যেত আপনার টাকা।'
প্রসঙ্গত, লাগাতার বৃষ্টির জেরে ভয়াবহ বন্যার কবলে পঞ্জাব। ভেসে গিয়েছে প্রায় হাজারটি গ্রাম। এই আবহে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন ইন্ডাস্ট্রির তারকারা। ভিকি কৌশল, ভূমি পেডনেকর, সোনু সুদের মতো একাধিক বলিউড তারকা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কেবল বলি তারকারাই নন, পাঞ্জাবের ভূমিপুত্ররাও দুর্দিনে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন 'সল্ট অ্যান্ড পেপার' লুকে শাহরুখের সারপ্রাইজ! 'কিং'-এর সেট থেকে লুক ফাঁস, দেখুন ছবি
দিলজিৎ দোসাঞ্জ ১০ টি গ্রাম দত্তক নেওয়ার সঙ্গে পুনর্বাসনের ব্যবস্থাও করেছেন। উদ্ধার কাজেও হাত লাগিয়েছে দিলজিতের টিম। অ্যামি বির্ক প্রায় ২০০টি দুর্গতদের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন সোনম বাজওয়াও।