The Bengal Files-Pallavi Joshi: 'শাহরুখের সিনেমা তো...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে পল্লবীর নিশানায় কেন কিং খান?

Pallavi Joshi-Shah Rukh Khan: 'দ্য বেঙ্গল ফাইলস' প্রসঙ্গে পল্লবীর মুখে উঠে এল শাহরুখ খানের ছবির প্রসঙ্গ। অভিনেত্রী-সহ প্রযোজক ব্যখা করলেন কেন তাঁর ছবিতে হাই প্রোফাইল স্টার কাস্ট থাকে না।

Pallavi Joshi-Shah Rukh Khan: 'দ্য বেঙ্গল ফাইলস' প্রসঙ্গে পল্লবীর মুখে উঠে এল শাহরুখ খানের ছবির প্রসঙ্গ। অভিনেত্রী-সহ প্রযোজক ব্যখা করলেন কেন তাঁর ছবিতে হাই প্রোফাইল স্টার কাস্ট থাকে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

শাহরুখের ছবিকে খোঁচা পল্লবীর!

The Bengal Files: অভিনেত্রীর পাশাপাশি তিনি সহ প্রযোজকও। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর লেটেস্ট রিলিজ 'দ্য বেঙ্গল ফাইলস'-এ অভিনয়ের সঙ্গে সহ প্রযোজক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পল্লবী যোশী। ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে অকপটে নিজের মত পোষণ করেছেন। পশ্চিমবাংলায় ছবি মুক্তি বাধাপ্রাপ্ত হতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছেন। সর্বশেষ ভরসা হিসেবে রাষ্ট্রপতিকে খোলা চিঠি লিখেছেন পল্লবী। এবার নিজের ছবি প্রসঙ্গে পল্লবীর মুখে উঠে এল শাহরুখ খানের ছবির প্রসঙ্গ। অভিনেত্রী-সহ প্রযোজক ব্যখা করলেন কেন তাঁর ছবিতে হাই প্রোফাইল স্টার কাস্ট থাকে না। 

Advertisment

২০২২-এ দ্য কাশ্মীর ফাইলস,২০২৩-এ দ্য ভ্যাকসিন ওয়ার এবং দ্য বেঙ্গল ফাইলস-এর মতো রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের একটা পরিচিতি তৈরি করেছেন। ইন্ডিয়া ডট কম-কে পল্লবী জানান কী ভাবে একটা কাস্টিং বিবেক অগ্নিহোত্রীর সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শাহরুখ খানের উদাহরণ টেনে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তাঁদের সিনেমা চরিত্র-ভিত্তিক, তারকা-ভিত্তিক নয়। বিষয়টি বিশ্লেষণ করে কী বললেন অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী? 

আরও পড়ুন 'দয়া করে সকলে...', 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় কী বার্তা অনুপমের?

Advertisment

ব্যখা দিয়ে বলেন, 'আমি যতই শক্তিশালী একটি চরিত্র লিখি না কেন যখন আপনি তারকাদের কাস্ট করেন তখন আসলে তাঁদের ইমেজকেই কাস্ট করা হয়। ধরুণ, একজন পুলিশ ইন্সপেক্টর যে পুরো বিশ্বের বিরুদ্ধে লড়াই করছে, যদি আমি সেই চরিত্রে শাহরুখ খানকে কাস্ট করি তবে তিনি যতই নিষ্ঠার সঙ্গে অভিনয় করুন না কেন যতক্ষণ না তাঁর সিগনেচর স্টাইল যোগ করেন দর্শক তাঁকে পুরোপুরি গ্রহণ করবে না। চরিত্রের আগেও শাহরুখ খানের ইমেজটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই ওঁর সিনেমাগুলি ইমেজ নির্ভর আর আমাদের চরিত্র ভিত্তিক।'

পল্লবী আরও যোগ করেন, তাঁদের সিনেমায় এমন অভিনেতার প্রয়োজন হয় যিনি নিজের উপস্থিতির উপর ভরসা না করে চরিত্রের সঙ্গে সম্পূর্ণ মিশে যেতে পারেন। তাঁর কথায়, 'আমাদের ছবিতে জরুরি বিষয় অভিনেতা যেন নিজের চরিত্রটিকেই পর্দায় ফুটিয়ে তোলেন। দর্শক যেন অভিনেতাকে না দেখে চরিত্রে একেবারে মজে যায়। আর এর জন্য অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে হয়। দক্ষতার সঙ্গে অভিনয় করতে হয়, শুধু উপস্থিতি যথেষ্ট নয়।'

আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস'-এ 'সেক্রেড গেমস' খ্যাত দিব্যেন্দু, ক্যামিও চরিত্রে রাজি হওয়ার কী কারণ?

The Bengal Files