Shah Rukh Khan: 'সল্ট অ্যান্ড পেপার' লুকে শাহরুখের সারপ্রাইজ! 'কিং'-এর সেট থেকে লুক ফাঁস, দেখুন ছবি

Shah Rukh Khan King: কিং-এর শুটিং চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল শুটিং সেটের বেশ কিছু ছবি। শাহরুখের ধূসর চুলের ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উত্তেজনা বাড়ছে।

Shah Rukh Khan King: কিং-এর শুটিং চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল শুটিং সেটের বেশ কিছু ছবি। শাহরুখের ধূসর চুলের ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উত্তেজনা বাড়ছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কেমন লুকে দেখা যাবে কিং-এ?

Shah Rukh Khan-King Look: শাহরুখ খানের বহু প্রতিক্ষীত মুভি 'কিং'। প্রথমবার একফ্রেমে ধরা দেবেন শাহরুখ ও তাঁর মেয়ে সুহানা। বৃহস্পতিবার রাত থেকে এক্স হ্যান্ডেলে আচমকা ফাঁস হয়ে গিয়েছে শুটিং সেট থেকে শাহরুখের লুক। পোল্যান্ড শুটিং চলাকালীন অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার বেশ কিছু দৃশ্য। গত দু'দিন ধরেই চলছে ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি দেখেই শাহরুখ ভক্তদের উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে। 

Advertisment

যে ছবি সকলের নজর কেড়েছে সেটি হল সল্ট অ্যান্ড পেপার ধূসর হেয়ারস্টাইল, সানগ্লাস এবং হাতে ট্যাটু । একটি অভিজাত দোকান থেকে বেরতে দেখা যাচ্ছে কিং খানকে। যা তাঁর চরিত্রকে ঘিরে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখ তাঁর ম্যানেজার পূজা দাদলানি ও নিরাপত্তারক্ষী রবি সিংয়ের সঙ্গে হাঁটছেন। 

আরও পড়ুন 'কিং'-এর সেটে আহত খোদ কিং খান, কেমন আছেন শাহরুখ? উদ্বিগ্ন ভক্তরা

Advertisment

তাঁরা সম্ভবত কোনও একটি টেক দেখার জন্য মনিটারের দিকে যাচ্ছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দকেও মনিটরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সিনেমার সেটে রয়েছেন অভিনেতা আরশাদ ওয়ারসি-ও। তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, 'কোথায় আছি আন্দাজ করতে পারলেই পুরস্কার। আমার প্রিয়জনের সঙ্গে শুটিং করছি। ধন্যবাদ ঈশ্বর।' সিদ্ধার্থ আনন্দ সেই পোস্টে মন্তব্য করেন, 'ওয়েলকাম টু দ্য কিংডম।' 

যদিও নির্মাতারা এখনও প্লট নিয়ে মুখ খোলেননি। ইন্ডাস্ট্রির কানাঘুষো, আততায়ীর ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তিনি-ই নাকি সুহানা খানকে একটি ভয়ংকর মিশনের জন্য প্রশিক্ষণ দেবেন। শোনা যাচ্ছে, খলনায়কের ভূমিকায় থাকছেন অভিষেক বচ্চন। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রাঘব জুয়েল, অভয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। উল্লেখ্য, গত মাসে কিং-এর শুটিং চলাকালীন শাহরুখ আহত হন এবং তাঁকে অস্ত্রোপচারের জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। হাতের স্লিং নিয়েই আরিয়ানের শো 'দ্য ব্যান্ডস অব বলিউড'-এর উদ্বোধনী অনুষ্ঠানেও আসেন। 

আরও পড়ুন বিনা মেঘে বজ্রপাত! শাহরুখ-দীপিকার বিরুদ্ধে দায়ের FIR

Shah Rukh khan