Sharmila Tagore-Tiger Pataudi: ইসলাম ধর্মে বিয়ে করে কেরিয়ার নষ্ট করে ফেলেছিলেন শর্মিলা ঠাকুর'? সত্যি ফাঁস করলেন সোহা

Sharmila Tagore-Tiger Pataudi Wedding: কেরিয়ারের মধ্যগগনে থেকে পতৌদিকে বিয়ে করা নাকি শর্মিলার জন্য প্রফেশনাল সুইসাইড? মায়ের জীবন নিয়ে অকপট সোহা আলি খান।

Sharmila Tagore-Tiger Pataudi Wedding: কেরিয়ারের মধ্যগগনে থেকে পতৌদিকে বিয়ে করা নাকি শর্মিলার জন্য প্রফেশনাল সুইসাইড? মায়ের জীবন নিয়ে অকপট সোহা আলি খান।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
টাইগারকে বিয়ে করা শর্মিলা ঠাকুরের জন্য 'প্রফেশনাল সুইসাইড'?

টাইগারকে বিয়ে করা শর্মিলা ঠাকুরের জন্য 'প্রফেশনাল সুইসাইড'?

Sharmila Tagore On Professional Suicide: মাত্র ১৪ বছর বয়সে প্রবাদপ্রতীম পরিচালক সত্যজিৎ রায়ের 'অপুর সংসার'-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন শর্মিলা ঠাকুর। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পর্দার 'কাশ্মীর কি কলি'-কে। একের পর এক হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন শর্মিলা। সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'পুরাতন'। কেরিয়ার যখন মধ্যগগনে তখন মনসুর আলি খান পতৌদির সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন শর্মিলা।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে শর্মিলার মেয়ে সারা আলি খান জানিয়েছেন, বিয়ের পর তাঁর মাকে অনেকেই বলেছিলেন এটা ভুল সিদ্ধান্ত। এটিকে প্রফেশনাল সুইসাইড বলে ব্যখা করেছিলেন অনেকেই। কিন্তু, শর্মিলা ঠাকুর সবসময় বলেছেন, মনসুরের সহযোগীতাই অভিনয় জগতে তাঁর পরিধি বিস্তারে বিশেষভাবে সাহায্য করেছিল। কোনওদিন কোনও কাজে তাঁকে কখনও বাঁধা দেননি, বরং উৎসাহই দিয়েছিলেন। 

Nayandeep Rakshit-এর ইউটিউব চ্যানেলে সোহা বলেন, '১৪ বছর বয়স থেকে মা স্বাধীনভাবে অর্থ উপার্জন করেন। সেই সময়ে মনে করা হত ভাল মেয়েরা কখনও সিনেমায় অভিনয় করে না। এরপর মা যখন ভিন্ন ধর্মে বিয়ের সিদ্ধান্ত নিলেন তখন অনেকেই বলেছিলেন তোমার স্বামী তোমাকে কাজ করতে দেবেন? শর্মিলা বেশ খানিকাটা অবাক হয়েই বলতেন পরামর্শ নেওয়ার কথা বলছেন? আমার বাবাও স্বাধীনচেতা মনোভাবাপন্ন ছিলেন। এখনও কোনও সমস্যা হবে না বলেই আশাবাদী।' 

কোনও মহিলাকেন্দ্রিক ছবিতে হিরোইন বা মায়ের ছবিতে শর্মিলার অভিনয় প্রসঙ্গে কী জানালেন সোহা? তিনি বলেন, 'সেই সময় তো হয় নায়িকা না হয় মায়ের চরিত্রে অভিনয় করতে হত। কিন্তু, মা নতুন করতে চাইতেন।' আরাধনার তুলনা টেনে বলেন, 'ওই ছবিতে তো রাজেশ খান্নার নায়িকার সঙ্গে আবার মায়ের চরিত্রেও অভিনয় করেছিলেন। তখন মায়ের বয়স মাত্র ২৬।'

Advertisment

আরও পড়ুন: ১৪ বছরে সত্যজিত রায়ের ছবিতে আত্মপ্রকাশ, প্রথম পারিশ্রমিক কত ছিল? কী কিনেছিলেন শর্মিলা?

মনসুর আলি খান পতৌদির সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন শর্মিলা। অনেকের বারণ সত্ত্বেও নিজের ইচ্ছেকেই প্রাধান্য দেওয়ার সাহসীকতা দেখিয়েছিলেন অভিনেত্রী। মায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে সোহার সংযোজন, 'এটা তো প্রফেশনাল সুইসাইডের মতো ঘটনা। এটা কী করে করতে পারলেন? মা বলেছিলেন, আমি কারও কথায় কার্নপাত করছি না। যেটা আমার সঠিক মনে হচ্ছে সেটাই করছি। মা এখনও মনের কথাই শোনেন।'

আরও পড়ুন: 'বাংলার বাঘিনী', ১৪ বছর পর বাংলা সিনেমা 'পুরাতন'-এ শর্মিলার প্রত্যাবর্তন, আপ্লুত করিনা

bollywood movie Bollywood News Sharmila Tagore bollywood actress soha ali khan