Raanjhanaa: অনুভূতিতে তুমুল আঘাত! AI- ধ্বংস করে দিল সব? রাঁঝানার ক্লাইম্যাক্স নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত পরিচালক আনন্দ

Anand L Rai-Raanjhanaa: এই বিতর্কের মাঝে ছবির মূল পরিচালক আনন্দ এল রাই নিজের অবস্থান পরিষ্কার করে একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "গত তিন সপ্তাহ ছিল অস্বাভাবিক এবং গভীরভাবে দুঃখজনক। রাঁঝানা, যা তৈরি হয়েছিল...

Anand L Rai-Raanjhanaa: এই বিতর্কের মাঝে ছবির মূল পরিচালক আনন্দ এল রাই নিজের অবস্থান পরিষ্কার করে একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "গত তিন সপ্তাহ ছিল অস্বাভাবিক এবং গভীরভাবে দুঃখজনক। রাঁঝানা, যা তৈরি হয়েছিল...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anand

প্রচণ্ড রেগে আগুন পরিচালক...

Anand L Rai-Raanjhanaa: গত সপ্তাহে SCREEN- সুত্রে খবর ছিল, ২০১৩ সালের জনপ্রিয় সিনেমা রাঁঝানা ১ আগস্ট আবার মুক্তি পাচ্ছে। তবে এইবার ছবিটির সমাপ্ত হয়েছে একটু অন্যভাবে। তৈরি করেছে  AI। এই ঘোষণার পরেই চলচ্চিত্র মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্তরা ক্ষুব্ধ, অনেকে একে সিনে শিল্পের প্রতি অসম্মান বলেও  উল্লেখ করেন। 

Advertisment

 এই বিতর্কের মাঝে ছবির মূল পরিচালক আনন্দ এল রাই নিজের অবস্থান পরিষ্কার করে একটি আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, "গত তিন সপ্তাহ ছিল অস্বাভাবিক এবং গভীরভাবে দুঃখজনক। রাঁঝানা, যা তৈরি হয়েছিল ভালোবাসা, সহানুভূতি এবং সৃজনশীল ঝুঁকি নিয়ে, সেই ছবির ক্লাইম্যাক্সে অননুমোদিত পরিবর্তন আমার অজান্তে করা হয়েছে—এটি হৃদয়বিদারক।" 

Vijay Sethupathi: বিজয় সেতুপতির বিরুদ্ধে ড্রাগস-যৌন হেনস্থার অভিযোগ! 'নোংরা' দাবি অস্বীকার করলেন দক্ষিণের সুপারস্টার?

Advertisment

তিনি আরও লেখেন, "এই AI- সংস্করণটি আমরা যারা ছিলাম, আমাদের দর্শন, অনুভূতি বা নৈতিক অবস্থানকে মান্যতা না দিয়েই তৈরি হয়েছে। আমি বা আমার টিম এই সংস্করণের সঙ্গে যুক্ত নই, এবং আমরা এর কোনো অনুমতি দিইনি। এ ধরনের কাজ আমাদের শিল্পচর্চার আত্মাকে অপমান করে।" 

তবুও তিনি ইন্ডাস্ট্রি ও দর্শকদের থেকে পাওয়া সহানুভূতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আনন্দ। তিনি আরও বলছেন, "এই সময়ে সৃজনশীল সম্প্রদায়ের সকলে যে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি কৃতজ্ঞ। আপনারা আমাকে মনে করিয়ে দিয়েছেন, রাঁঝানা কিসের প্রতীক- সংযোগ, সাহস ও সত্যের।" আনন্দ এল রাই স্পষ্ট বার্তা দেন, "এটি আমাদের তৈরি ছবি নয়। এটি কোনও শ্রদ্ধাঞ্জলি নয় বরং আমাদের কাজ, প্রসঙ্গ ও অনুভূতিকে বিকৃত করে একটি যান্ত্রিক, নিস্তরঙ্গ সংস্করণ। সম্মতি ছাড়া আমাদের গল্পকে পাল্টে দেওয়া শুধুমাত্র অশোভন নয়, বরং বিশ্বাসঘাতকতাও বটে।" 

Dhadak 2 Review: বর্ণবাদ - যৌন হেনস্থা - নারীশিক্ষা, 'ধড়ক ২' - প্রেম নয়, প্রতিবাদের গল্প

এই প্রসঙ্গে যখন SCREEN যোগাযোগ করে ছবিটির স্বত্বাধিকারী ইরোস মিডিয়া ওয়ার্ল্ড-এর সঙ্গে, তখন সংস্থার সিইও প্রদীপ দ্বিবেদী বলেন, "রাঁঝানা–র একমাত্র কপিরাইট আমাদের, এবং আমাদের পূর্ণ অধিকার আছে এটি অভিযোজিত ও পুনর্মুক্তি করার। AI-এর সাহায্যে কিছু উপাদান নতুনভাবে কল্পনা করা হয়েছে, যাতে মূল ছবির ধরণ বজায় রেখে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছানো যায়।"

bollywood Entertainment News Aanand L Rai Entertainment News Today Dhanush