দক্ষিণী চলচ্চিত্র তারকা বিজয় সেতুপতি সম্প্রতি একটি গুরুতর অভিযোগের মুখোমুখি হয়েছেন। যেখানে সোশ্যাল মিডিয়ায় একজন নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। জওয়ান, মহারাজা, বিদুথালাই ও সুপার ডিলাক্স-এর মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করা এই অভিনেতা এবার এই বিষয়ে মুখ খুলেছেন।
অভিযোগ ‘নোংরা’ ও ‘মিথ্যা’, দাবি বিজয়ের
ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিজয় সেতুপতি অভিযোগটিকে 'নোংরা ও ভিত্তিহীন' বলে আখ্যা দেন। তাঁর কথায়, "যারা আমাকে দূর থেকেও চেনেন, তারা এই ধরনের অভিযোগ শুনে হেসে উঠবেন। আমি জানি আমি কে। এই ধরনের অপবাদ আমাকে ভেঙে দিতে পারবে না।" তিনি আরও বলেন, "আমার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা মারাত্মক হতাশ, কিন্তু আমি তাদের আশ্বস্ত করেছি। এই অভিযোগ নজরে আসার পর থেকে একপেশেভাবে বিচার করা হয়েছে। তাকে তার কয়েক মিনিটের খ্যাতি উপভোগ করতে দিন।"
Bollywood: মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১জন, আরেকজনও থেরাপি নিতে ব্যস্ত, …
সাইবার ক্রাইম সেলে অভিযোগ, আইনি ব্যবস্থা নিচ্ছেন
বিজয় জানান, তাঁর আইনজীবী দল ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছে এবং সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, "সাত বছর ধরে আমি নানা ধরণের ফিসফাস আর কুৎসার শিকার হয়েছি। কিন্তু তাতে কখনও আমার মনোবল ভাঙেনি। এবারও আমি অক্ষত থাকব।"
‘থালাইভান থালাইভি’ সিনেমা লক্ষ্য করে অপপ্রচার?
অভিনেতা ইঙ্গিত দেন, নতুন সিনেমা থালাইভান থালাইভি-এর সাফল্যের পটভূমিতে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। "আমার সিনেমা ভালো ব্যবসা করছে, তাই কেউ কেউ হয়তো ঈর্ষাবশত আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন। কিন্তু এইভাবে কাজ হয় না," মন্তব্য বিজয়ের। তিনি আরও বলেন, "আজকের যুগে, সোশ্যাল মিডিয়ায় একটি অ্যাকাউন্ট থাকলেই আপনি যা খুশি লিখতে পারেন, কোনও ফিল্টার ছাড়াই।"
Saiyaara Writer: পরিবারের ভয়াবহ ঘটনা চমকে দেয় বলিউডকে, খুনোখুনির ই…
কী ছিল অভিযোগ?
বিতর্কের সূত্রপাত হয়, যখন রম্যা মোহন নামে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী X (পূর্বতন টুইটার)-এ বিজয় সেতুপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, সেতুপতি তাঁকে ব্যক্তিগত সুবিধা, টাকা ও সোশ্যাল মিডিয়ায় প্রচারের প্রলোভন দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, কলিউডে একটি ড্রাগ-সেক্স নেক্সাস” বিদ্যমান, এবং চলচ্চিত্র শিল্পের ‘কাস্টিং কাউচ’ সংস্কৃতি মোটেই কোনও রসিকতা নয়। তিনি জানান, তাঁর পরিচিত একজন নারীকে এই জগতে জোরপূর্বক টেনে নেওয়া হয়েছিল এবং বর্তমানে রিহ্যাব কেন্দ্রে রয়েছেন। তবে পরে রম্যা তাঁর পোস্ট মুছে ফেলেন।