Ananya Chatterjee: 'আমি একজন ব্রাহ্মণ এবং আমি এই নিয়ম নির্ধারণ করে দিলাম..', ঠোঁটকাটা অনন্যা

Ananya Chatterjee: স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে চৈতি ঘোষাল দেবলীনা দত্ত, এরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার কারণে নানা শব্দ প্রয়োগ করেছেন। অন্নপূর্ণা ছবির প্রমোশন চলাকালীন এই নিয়ে বক্তব্য রাখলেন অনন্যা চট্টোপাধ্যায়।

Ananya Chatterjee: স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে চৈতি ঘোষাল দেবলীনা দত্ত, এরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার কারণে নানা শব্দ প্রয়োগ করেছেন। অন্নপূর্ণা ছবির প্রমোশন চলাকালীন এই নিয়ে বক্তব্য রাখলেন অনন্যা চট্টোপাধ্যায়।

author-image
Anurupa Chakraborty
New Update
Ananya Chatterjee reaction on Women Safety in Tollywood industry

কেন একথা বললেন অনন্যা? Photograph: (Instagram)

Ananya Chatterjee-Tollywood: শেষ কিছু মাসে, যে কোন স্তরে নারী সুরক্ষা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এবং যখনই সে প্রশ্ন উঠেছে, তখনই তারকারা সরব হয়েছেন। বিশেষ করে গত বছর আরজিকর কান্ডের প্রতিবাদে, সমস্ত অভিনেতা এবং অভিনেত্রীরা রাস্তায় নেমেছিলেন। প্রশ্ন একটাই ছিল, কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষা। এটা শুধু কর্পোরেট কিংবা স্বাস্থ্য বা শিক্ষা ক্ষেত্রে নয়, বরং ইন্ডাস্ট্রির বুকে এমন ঘটনা শোনা গিয়েছে, যে ক্ষেত্রে বহু অভিনেত্রীরা, মুখ্যমন্ত্রী পর্যন্ত চিঠি অবধি দিয়েছেন। প্রত্যেকেই সরব হয়েছে নারী সুরক্ষার ক্ষেত্রে।

Advertisment

Bengali Actress: ফিরতে ইচ্ছে করত না শশুরবাড়িতে, প্রেগন্যান্সির ৪ মাসেই…

স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে চৈতি ঘোষাল দেবলীনা দত্ত, এরা প্রত্যেকেই কর্মক্ষেত্রে মেয়েদের সুরক্ষার কারণে নানা শব্দ প্রয়োগ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে অন্নপূর্ণা ছবির প্রমোশন চলাকালীন এই নিয়ে বক্তব্য রাখলেন অনন্যা চট্টোপাধ্যায়। তিনি সবসময় ধারাবাহিক কিংবা সিনেমার ক্ষেত্রে, স্ট্রং ওমেন চরিত্রে ধরা দিয়েছেন। সুবর্ণলতা হোক কিংবা জয় কালী কলকাতাওয়ালী, অভিনেত্রী হিসেবে তো বটেই, একজন মানুষ হিসেবেও তিনি বেশ স্পষ্টবাদী এবং ঠোঁট কাটা। তাই যখন তার কাছে প্রশ্ন রাখা হলো, এই ইন্ডাস্ট্রির বুকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে একজন অভিনেত্রীর কী কী বিষয় মাথায় রাখা উচিত?

পাল্টা উত্তরে তিনি, ফের একবার সমাজকে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। নারীরা দশভূজা, যে মাটির মূর্তিকে পুজো করে গোটা দেশ, সেই মূর্তিই বাস্তবে সম্মান পায়না - একারণেই নানা প্রতিবাদ। অনন্যা চট্টোপাধ্যায়কে যখন নারীদের সুরক্ষা এবং নীতি প্রসঙ্গে জিজ্ঞেস করা হল, তিনি কী বললেন? আদৌ কি অভিনেত্রী হিসেবে কোনও টিপস দিলেন? নাকি ....

Advertisment

Tv Actors-Tollywood: দুই বউ একে অপরের মুখোমুখি, টলিপাড়ার বুকে হইহই…

তিনি বলেন, "আমি যদি কোন মেয়ের জন্য কোন নিয়ম বা নীতি নির্ধারণ করে দিই, তাহলে আমি তো সেই পুরনো সময়ই ফিরে গেলাম। যে মেয়েদের জন্য কিংবা ভালো নায়িকা হওয়ার জন্য কিছু নিয়ম আমি বেছে দিচ্ছি। যে আমি একজন ব্রাহ্মণ এবং আমি একটি নিয়ম নির্ধারণ করে দিলাম, তুমি এই পথে চলবে তাহলেই তোমার খুব ভালো হবে। আমি কে এই কথা বলার জন্য? যে কোন নারীকে তার নিজের কাজের জায়গায় স্ট্রাগল করতে করতে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হতে, নিজেকে শিখতে হবে। এছাড়া আর কোন উপায় নেই।"

এছাড়াও অভিনেত্রীর কাছে আমাদের প্রশ্ন ছিল, তিনি কোনদিনও ষড়যন্ত্রের শিকার হয়েছেন? যদিও বা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন খুব একটা বেশি নয়, কিন্তু! যা হয়েছে আমি সেটাকে পজিটিভ ভাবেই নিয়েছি।

Tollywood Actress tollywood news Ananya Chatterjee